Breaking News

অনার্স ১ম বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী ২০২১ সালের অনার্স ১ম বর্ষ নিয়মিত,
অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন পরীক্ষার প্রকাশিত কেন্দ্র তালিকা অনুযায়ী আগামী ১৭/১০/২০২২ তারিখ থেকে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।কলেজ কর্তৃপক্ষ আসন বিন্যাসের জন্য এক কপি পরীক্ষার্থী বিবরণী ও কেন্দ্র ফি বাবদ আদায়কৃত পরীক্ষার্থী প্রতি ৪৫০/- টাকার মধ্যে ১৫০/- টাকা নিজ পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য রেখে পরীক্ষার্থী প্রতি ৩০০/- টাকা হারে মোট টাকা পরীক্ষা শুরুর ০৩ (তিন) দিন পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরীক্ষার্থীর বিবরণীসহ জমা দেবেন।

 

 

IMG-20221010-200511

• প্রতিটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে উপস্থিতিপত্রে স্বাক্ষর করতে হবে। পরীক্ষার্থীকে হাজিরাপত্রে মূল
উত্তরপত্রের ক্রমিক নম্বর নির্ভুলভাবে লিখতে হবে। হাজিরাপত্রে উত্তরপত্রের ক্রমিক নম্বর ভুল লিখলে ঐ
কোর্সে পরীক্ষার্থীকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।

• পরীক্ষার হলে মূল প্রবেশপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে নিতে হবে। মূল প্রবেশপত্র এবং
রেজিস্ট্রেশন কার্ড দেখাতে ব্যর্থ হলে পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া যাবে না।

• সকল উত্তরপত্র পূর্বের নিয়মে বিষয় ও কোর্সওয়ারী একসাথে প্যাকেট করে প্রেরণ করতে হবে। উত্তরপত্রের প্যাকেটের কাপড়ের উপরের অংশে “অনার্স ১ম বর্ষ পরীক্ষা-২০২১” লিখতে হবে।

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। …