২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২৮ নভেম্বর ২০২২ তারিখে হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। ২১ নভেম্বর ২০২২ তারিখে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাবনাও ইতোমধ্যে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
এর আগে, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ২৫ অক্টোবর গণমাধ্যমকে বলেছিলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, নভেম্বরের মাঝামাঝি তা শেষ হবে। ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে।
এরপর ২৮ নভেম্বর ২০২২ তারিখটি ফলাফল প্রকাশের জন্য অনুমোদন পাওয়ায় এই দিনটিতেই এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে।উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। ইতোমধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও কোথাও উত্তরপত্র মূল্যায়ন যাচাই শেষ পর্যায়ে রয়েছে।
এসএসসি পরীক্ষা ২০২২পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জনএসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেমAll education boards list
এসএসসি পরীক্ষা ২০২২
পরীক্ষা : মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান
সাল : ২০২২
পরীক্ষার্থী : ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
পরীক্ষার তারিখ : ১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২
ফলাফলের ওয়েবসাইট : http://www.educationboardresults.gov.bd
SSC exam result 2022
পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা নেওয়া হয়।
এসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেম
Marks Grade Point Letter Grade
0 to 32 0.00 F
33 to 39 1.00 D
40 to 49 2.00 C
50 to 59 3.00 B
60 to 69 3.50 A-
70 to 79 4.00 A
80 to 100 5.00 A+
শিক্ষা বোর্ডসমূহের নাম শিক্ষা বোর্ডসমূহের লিংক:-
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড http://www.bteb.gov.bd
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড http://www.bmeb.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা http://dhakaeducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম http://www.bise-ctg.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা http://www.comillaboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী http://www.rajshahieducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর http://www.jessoreboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল http://www.barisalboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট http://sylhetboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর http://www.dinajpureducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ https://www.mymensingheducationboard.gov.bd
SSC result 2022
ঢাকা শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২২
ঢাকা শিক্ষাবোর্ড প্রতি বছর ই তাদের অধীনস্থ সকল স্কুল / মাধ্যমিক বিদ্যালের সকল স্টুডেন্টদের এস এস সি ফলাফল নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে থাকে। আপনি আপনার ঢাকা শিক্ষাবোর্ড এর কাঙ্খিত এস এস সি ফলাফল বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি ঢাকা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন।
ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান / ছাত্র / ছাত্রীর এস এস সি ফলাফল খুব সহজেই সবার আগে সবচেয়ে দ্রুত ডাউনলোড করতে চাইলে নিচের লিংকে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরন করে রেজাল্ট সংগ্রহ করুন
এবার মোবাইলে মেসেজ থেকে Write Message/New Message সিলেক্ট করুন।
>> এখন লিখুন SSC, একটি স্পেস দিন বা এক শব্দ পরিমানে ফাকা করুন।
>> এখন আপনার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন, যেমন আপনি ঢাকা বোর্ডের হলে লিখবেন DHA , এরপর একটি স্পেস দিন। সকল শিক্ষাবোর্ডের শর্টকোড বা নামের প্রথম তিন অক্ষর নিচে দেখুন।
>> এখন আপনার এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখুন। এবং একটি স্পেস দিন।
>> এবার আপনার এসএসসি পরীক্ষার সাল 2022 লিখুন।
>> সম্পূর্ন মেসেজটি পাঠিয়ে দিন 16222 এই নম্বরে।
উদাহরন: SSC DHA 567896 2022 Send to 16222