জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষ শ্রেণির ভর্তি কার্যক্রমে ডিগ্রি ভর্তি ২য় মেধা তালিকা 2022 ।১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন, ২য় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তিঃ
৩০ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৪ টায় ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়।
ডিগ্রি ১ম বর্ষ শ্রেণির ভর্তি ২য় মেধা তালিকা 2022
উক্ত ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ফলাফল জানতে SMS করবেনঃ
(nu<space>atdg<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)
রাত ৯ টা থেকে অনলাইনে যেভাবে ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ফলাফল চেক করবেনঃ
উক্ত ওয়েবসাইট(http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Degree%20Pass)-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।
শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশনে Degree Pass Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে ভর্তির ১ম মেধা তালিকার কোর্স পরিবর্তন, ২য় মেধা তালিকার ফল দেখতে পারবেন।
ডিগ্রি ২য় মেধা তালিকা NU Degree 2nd Merit List Result
ডিগ্রি(২০২১-২২) নিয়মিত ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা এবং মাইগ্রেশান ফলাফল আগামী ৩০ নভেম্বর বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।
অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ
উক্ত ওয়েবসাইট(http://app5.nu.edu.bd/)-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।
উক্ত ফলাফল জানতে SMS করবেনঃ
(nu<space>atdg<space>roll no টাইপ করে Send করতে হবে 16222 নম্বরে।)
মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ৩০/১১/২০২২ থেকে ০৭/১২/২০২২ তারিখের মধ্যে।
উল্লেখ্য যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী ডিগ্রি নিয়মিত/প্রাইভেট অথবা অনার্স শ্রেণিতে (যে শিক্ষাবর্ষে হােক না কেন) বর্তমানে অধ্যয়নরত অবস্থায় থাকলে তাকে অবশ্যই ১৮ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ১২/০১/২০২২ থেকে ২০/০১/২০২২ তারিখের মধ্যে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে
২০২০-২১ শিক্ষাবর্ষ ডিগ্রি ১ম বর্ষ (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা ও মাইগ্রেশান ফলাফল
আগামী ১২ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।