Breaking News

অনার্স ২য় বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের সাজেশন 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের সাজেশন 2022 Zoology বিভাগের সাজেশন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Environmental Chemistry সাজেশন ।

সম্মান ২য় বর্ষ:-

“খ বিভাগ”
১.বায়ু মন্ডলের উপাদানগুলো কি কি? ধাতব কণা কিভাবে দূষিত হয়?
২. পরিবেশের উপর কীটনাশক সমুহের বিরুপ প্রতিক্রিয়া আলোচনা কর?
৩.বায়ু দূষণ কি?বায়ুমন্ডলের প্রধান স্তরগুলোর বর্ণনা দাও?
৪.কীটনাশক কি? এর শ্রেণীবিন্যাস কর?
৫.CO,DO,COD,BOD,DDT সমর্পকিত সকল প্রশ্নাবলী।
৬. জৈব ফসফরাস কেন আধুনিক কীটনাশকের একটি গুরুত্বপূর্ণ শ্রেণী ব্যাখ্যা কর?
৭.পানিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ গুলো সম্পর্কে আলোচনা কর।
৮.জনস্বাস্থ্য কি? পরিবেশ ও জনস্বাস্থ্যের সম্পর্ক ব্যাখ্যা কর?
৯. বায়ুমন্ডলে জৈব ও অজৈব পার্টিকুলার পদার্থগুলোর কি কি? এদের প্রভাব ব্যাখ্যা ৯. বায়ুমন্ডলে জৈব ও অজৈব পার্টিকুলার পদার্থগুলোর কি কি? এদের প্রভাব ব্যাখ্যা কর?
১০. জমিতে অতিরিক্ত সার প্রয়োগের ফলে জমির উর্ভরতা কমে যায় কেন?
১১. আর্সেনিক দ্বারা ভূগর্ভৈর পানি সংক্রমণ আলোচনা
১১. আর্সেনিক দ্বারা ভূগর্ভৈর পানি সংক্রমণ আলোচনা কর?
১২.অর্গানো ক্লোরিন কীটনাশক কি? দুইটি অর্গানো ক্লোরিন কীটনাশকের নাম লিখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Suggestion:-

Comparative Anatomy অনার্স ২য় বর্ষ

১৯. মানুষের চোখের চিহ্নিত চিত্র ও দর্শন কৌশল বর্ণনা কর।
২০. স্তন্যপায়ী প্রানীদের অন্তঃক্ষরা গ্রন্থির বর্ণনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Animal DiversiAnimal Diversity

ii অনার্স ২য় বর্ষ:-

খ বিভাগ

১.Ascidia ‘র রক্ত সঞ্চালনের বিশেষত্ব উল্ল্যেখ কর।
২.Ascidia ‘র খাদ্যগ্রহন কৌশল বর্ণনা কর।
৩.Petromyzon এর মুখচুঙ্গীর বিবরণ দাও।
৪.একবর্তনী ও দ্বিবর্তনী রক্তপ্রবাহ বলতে কী বোঝ?
৫.রুইমাছের বিভিন্নপ্রকার পাখনার কার্যাবলি বর্ননা কর।
৬.ওয়েবেরিয়ান ওসিকল এর গঠন ও কাজ বর্ণনা কর।
৭.Myxine এর বৈশিষ্ট্য লিখ।
৮.কবুতরের উড্ডয়ন পেশির বর্ণনা দাও।
৯.কবুতরের রেচন অঙ্গের বর্ণনা দাও।
১০.পাখির কঙ্কালের বিশেষত্ব কী?
১১.ডায়নোসরের বিলুপ্তির কারণগুলি লিখ।
১২.ব্যাঙের যকৃত পোর্টাল শিরাতন্ত্রের বর্ণনা দাও।
১৩.Archaeopteryx এর সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং একে সংযোগকারী প্রাণী বলা হয় কেন?
১৪.মানুষের যেকোন ২ টি অন্তঃক্ষরা গ্রন্থির বিবরণ দাও।
১৫.মানুষের দর্শন কৌশল বর্ণনা কর।
১৬.মানুষের হৃৎপিন্ডের চিহ্নিত চিত্র অংকন কর।
১৭.জলজ স্তন্যপায়ী প্রাণীদের অভিযোজন বর্ণনা কর।
১৮.Branchiostoma এর শ্রেনীবিন্যাস সহ স্বভাব ও বাসস্থান লিখ।

 

১৯.টিকা বা ব্যাখা লিখঃ
(i) Sphenodon
(ii) মানুষের দন্ত সংকেত
(iii) ডিম্ব প্রসবকারী স্তন্যপায়ী
(iv) সব কর্ডেটস মেরুদন্ডী নয় কিন্তু সব মেরুদন্ডীই কর্ডেটস।
(v) Ammoecoet লার্ভা
(vi) নিউটেনি ও পিডোজেনেসি(vi) নিউটেনি ও পিডোজেনেসিস

২০.পার্থক্য লিখঃ
(i) Myxine ও Petromyzon
(ii) প্লাকোয়েড ও সাইক্লয়েড আইশ
(iii) অস্থিযুক্ত মাছ ও তরুনাস্থিযুক্ত মাছ
(iv) ব্যাঙাচি

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। …