Breaking News

অনার্স ২য় বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

অনার্স ২য় বর্ষ পরীক্ষার শুধু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পত্র কোড -২২১৬০৩) কোর্সের পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৯ জানুয়ারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পত্র কোড -২২১৬০৩) কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে । উল্লিখিত ৯ জানুয়ারীর অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পত্র কোড -২২১৬০৩) কোর্সের পরীক্ষার নতুন তারিখ দ্রুত জানিয়ে দেয়া হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্রে শুরু করার অভিযোগ উঠেছে। এঘটনায় তদন্তে নেমেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য একটি বিষয়ের প্রশ্নপত্রে আজ ৫ জানুয়ারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা শুরু হয়েছিল । পরীক্ষা শুরুর প্রায় ৩০ মিনিট পর বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার্থীদের থেকে প্রশ্নপত্র তুলে নিয়ে পুনরায় সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।

প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা বিলম্বে শুরু করে অতিরিক্ত সময় দিয়ে বিকেল ৫টায় পরীক্ষা শেষ করা হয়।

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। …