Breaking News

ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার্থীরা পরীক্ষার খাতা সম্পর্কিত কিছু তথ্য

ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার্থীরা পরীক্ষার খাতা সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখুনঃ
আপনাকে যে খাতা দেওয়া হবে সেটা আপনার পাবলিক পরীক্ষার মত হবে। তবে কিছুটা ব্যতিক্রম আছে। আপনাকে যে খাতা দেওয়া হবে তার প্রথম পাতায় বৃত্তভরাট করতে হবে।
শুরুতেই, ১ম অংশে একটা খালি ঘর থাকবে। সেখানে এডমিট কার্ড অনুযায়ী আপনার যে নাম আছে তা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। মনে রাখবেন সব বড় হাতের অক্ষরে।

এরপর রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর এডমিট কার্ড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন।এরপর পরীক্ষা কোড নামের একটি ঘর থাকবে। উক্ত ঘরে আপনাকে পরীক্ষা কোড লিখতে হবে। আপনার এডমিট কার্ডে Exam. Code – 1101 দেওয়া আছে।
বিষয় কোড বা পত্র কোডের ঘরে এডমিট কার্ড দেখে যেদিন যে পরীক্ষা তার বিষয় কোড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন।

বৃত্ত ভরাট সম্পন্ন হলে… কভার পেইজটি উল্টালে আবার একটা ঘর দেখতে পাবেন।
যার প্রথম ঘরটাতে,
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা ২০২১ লিখবেন। মনে রাখবেন আপনি ২০২১ সালের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এরপর ,
বিষয়ঃ – এর ঘরে আপনার কোর্সের নাম লিখবেন। যেমনঃ বিএসসি/বিএ/বিএসএস ১ম বর্ষ। তারপর,
বিষয়ের শিরোনামঃ এ ঘরে আপনি যে বিষয়ে পরীক্ষা দিবেন ওইটার শিরোনাম প্রশ্ন থেকে দেখে লিখতে পারবেন।

এরপর তারিখের ঘরে যেদিন পরিক্ষা দিবেন সেই তারিখ লিখবেন। তারপর তারিখ দিয়ে মার্জিন শুরু করবেন। প্রায় সময় পরীক্ষার্থীরা উপস্থিতি পত্র পূরণ ও স্বাক্ষর করতে গিয়ে ভুল করে বসেন। আপনাকে খাতা দেওয়ার কিছুক্ষণ পরে উপস্থিতি পত্র দেওয়া হবে। সেখানে আগে থেকে আপনি কি কি পরীক্ষায় অংশগ্রহন করবেন তা উল্লেখ আছে! আপনার করণীয়, যেদিন যে পরীক্ষা দিবেন সে বিষয় ভালো করে দেখে, তারিখ লিখবেন,এরপর আপনার মূল খাতায় একটা সিরিয়াল নম্বর রয়েছে, সেটা দেখে উপস্থিত পত্রে পূরণ করবেন! এরপর আপনার পুরো নাম লিখে স্বাক্ষর করবেন।

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। …