জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে ২য় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে Honours Admission Notification | National University Admission Notification 2021-2021 (Phase II)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে ২য় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন ৫ এপ্রিল ২০২৩ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৮ মে ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পুরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে ০৯ মে ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে ১ম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে সে সকল শিক্ষার্থীর ২য় পর্যায়ে আবেদন করার প্রয়ােজন নেই। ২য় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোন মেধা তালিকা দেয়া হবে না তবে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য যে, স্মারক নং- ১০(২২৬) জাতীঃবিঃ/রেজিঃ/অ্যাকাঃ/২০২১/২৪২৪, তারিখ: ০৫/০৯/২০২১ এ প্রকাশিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Professional) Important Notice অপশন থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির বিষয় সমূহ
• ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (BBA)
• ব্যাচেলর অব এডুকেশন (BED)
• এ্যাপারেল ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(AMT)
• ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি(FDT)
• নীটওয়্যার ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(KMT)
• কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
• ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE)
• ব্যাচেলর অব ফাইন আর্টস (BFA)
• টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (TMS)
• থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ (THM)
• বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট
• বিএসসি ইন অ্যাভিয়েশন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
অনার্স প্রফেশনাল ভর্তির আবেদনের সাধারণ যােগ্যতা:-
• বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সকল শাখায় ২০১৬/২০১৭/২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন থেকে জিপিএ ৩.০০, মানবিক বিভাগ থেকে জিপিএ ২.৫০ এবং ২০১৮/২০১৯/২০২০ সালের এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।
অনার্স প্রফেশনাল ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন করবেন যেভাবে
• আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Professional tab-এ গিয়ে Apply Now (Hons. Professional) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বাের্ড/বিশ্ববিদ্যালয় ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করে প্রিন্ট করে নিতে হবে৷অনলাইনে আবেদনের পর সংশ্লিষ্ট কলেজে যেসব কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
অনার্স প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপে আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়
২য় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোন মেধা তালিকা দেয়া হবে না তবে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। ১ম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে সে সকল শিক্ষার্থীও রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তাদের ২য় পর্যায়ে আবেদন করার প্রয়ােজন নেই।