প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা ১৫ জানুয়ারি শুরু হতে পারে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫ জানুয়ারি শুরু হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ১৫ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে কোন জেলায় কোন তারিখে পরীক্ষা সেটি সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা সুবিধাজনক সময় নির্ধারণ করে প্রার্থীদের আগেই জানিয়ে দেবেন।