অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০সালের অনার্স ২য় বর্ষে পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতদারা সকলকে জানানো যাচ্ছে যে ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষে নিয়মিত, ২০১৭-২০১৮, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন শিক্ষাথীগনএবং ২০১৩-২০১৪(৩য় বর্ষে promoted ) ২০১৪-২০১৫(২য় বর্ষে promoted ) শিক্ষা বর্ষেরpromoted শিক্ষাথীদের( শুধু মাত্র F গ্রেড প্রাপ্ত কোর্সে)২০২০ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার আবেদন পূরণ ০২/০৯/২০২১ তারিখে শেষ হয়েছে। কিছু সংখ্যক শিক্ষাথীর আবেদন পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় ফরমপূরণ অনুমতি দেয়া হয়েছে। এসব শিক্ষাথীরা বিলম্বিত ফি সহ(১০০০) টাকা ও অন্যন্য ফি প্রদান সহ আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি শেষ তারিখ ওজমা দানের তারিখ নিচের ছক থেকে দেখে নেবেন।