2021 সালে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য সময় সীমা বৃদ্ধি
চলতি বছরের এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস এ কারণে পরীক্ষা ৮ মাস পিছিয়ে আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে । পরীক্ষার সকল প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ডগুলোর । ইতিমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড । যেখানে পরীক্ষা শুরু হচ্ছে আগামী 2 ডিসেম্বর থেকে বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিয়ে এবং মানবিক ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের 5 ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে ।
এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী পরীক্ষার ফরম ফিলাপ করতে পারেনি । যার কারণে শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার ফরম ফিলাপের সময় বাড়িয়ে দিয়েছে । মঙ্গলবার 12 অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে পরীক্ষার ফরম ফিলাপের সময়সীমা বাড়ানোর বিষয়ে বলা হয়েছে ।
নোটিশে বলা হয়েছে — এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021 সালে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠিত হতে এসএমএস পূরণের সময় 24 অক্টোবর থেকে 31 অক্টোবর তারিখ ও এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় 2 নভেম্বর পর্যন্ত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো ।উল্লেখিত সময়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার উক্ত প্রতিষ্ঠানের প্রধান কে বহন করতে হবে ।