Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের NIFT এর বিএসসি অনার্স ইন AMT, KMT, FDT পরীক্ষার ফলাফল প্রকাশ

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের NIFT এর বিএসসি অনার্স ইন AMT, KMT, FDT পরীক্ষার ফলাফল প্রকাশ

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে NIFT এর ২০২০ সালের বি.এসসি অনার্স ইন AMT, KMT, FDT পরীক্ষার ফলাফল 2021 প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। National University B.Sc Honors in AMT, KMT, FDT examination of NIFT under NU.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমআইএফটি এর B.SC (Hon’s) in Apparel Manufacture & Technology (AMT), Fashion Design & Technology (FDT) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২০২০ সালের পরীক্ষার ফলাফল এতদ্বারা প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে AMT, KMT, FDT পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ,অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমােদন সাপেক্ষে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশােধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের বি.এসসি (অনার্স) Apparel Manufacture & Technology (AMT), Fashion Design & Technology (FDT) পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়েল ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Apparel Manufacture & Technology (AMT), Fashion Design & Technology (FDT) পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২১

রেজাল্ট চেক করার জন্য প্রথমে আপনার রোল/ রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে তারপর পরীক্ষার সাল / কোর্সের নাম সিলেক্ট করে, ক্যাপচা কোড দিয়ে সার্চ রেজাল্টে সাবমিট করলেই ফলাফল পাওয়া যাবে।

প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল এটি পরিলক্ষিত হলে তা সংশােধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারাে কোন আপত্তি/অভযােগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের।মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিত ভাবে জানাতে হবে। অন্যথায় কোন আপত্তি অভিযােগ গ্রহণ করা হবে না।

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। …