Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তির ফলাফল আজ ও ভর্তি সংক্রান্ত তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তির ফলাফল আজ ও ভর্তি সংক্রান্ত তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তির মেধা তালিকার ফলাফল ২০২১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্ ২০১৯-২০২০। মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা, কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভৰ্তি নিশ্চয়ন সম্পর্কিত তথ্য।জাতীয় বিশ্ববিদ্যাল ২০১৯-২০২০শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত তথ্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা।মাস্টার্স নিয়মিত অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ২২ নভেম্বর শেষ হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মাস্টার্স ভর্তির মেধা তালিকা প্রকাশের অপেক্ষা করছে। এখানে আপনাদের সামনে তুলে ধরব মাস্টার্স শেষ পর্ব ভর্তির ফলাফল প্রকাশ সংক্রান্ত তথ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা আজ প্রকাশ করা হবে। উক্ত ফলাফল sms এর মাধ্যমে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একইদিন বিকাল ৪টা থেকে পাওয়া যাবে। এ ভর্তি কার্যক্রমের ক্লাস ডিসেম্বর ২০২১ তারিখ থেকে শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির ফলাফল প্রকাশের পর কোটার মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ চূড়ান্ত ভর্তি ফরম অবশ্যই সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

উল্লেখ্য যে, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে মাস্টাস (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোনশিক্ষার্থী   ২০১৯-২০২০শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। এখানে তুলে ধরব জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির মেধা তালিকার ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা প্রথমে এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। ফল প্রকাশের দিন বিকেল ৪ টার পর উক্ত ফলাফল এসএসএস পদ্ধতিতে প্রকাশ করা হবে।

এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার জন্য যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে nu atmf roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে।

উদাহরণ: NU <space> ATMF <space> 163828826 এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের   ২০১৯-২০২০শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা অনলাইনেও পাওয়া যাবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Masters
(Login) Tab-এ গিয়ে Applicant Login Masters (Regular) অপশনে ক্লিক করে সঠিক রােল নম্বর ও পিন কোড এন্ট্রি দিয়ে Login করলে মাস্টার্স নিয়মিত ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল দেখতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি এডুকেশন্স ইন বিডি’র এই পোস্টে ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগইন করেও দেখতে পাবেন।মাস্টার্স ভর্তির কোটার মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমাঃ

• মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করার সময়সীমাঃ — ডিসেম্বর থেকে ডিসেম্বর

• পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ — ডিসেম্বর থেকে  ডিসেম্বর

• কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ —- ডিসেম্বর থেকে ডিসেম্বর

মাস্টার্স ভর্তি হতে কলেজে যেসব কাগজপত্র জমা দিতে হবেঅনলাইনে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরম।

• অনার্সদের ক্ষেত্রে স্নাতক (সম্মান) অনার্স পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার সত্যায়িত জমা নম্বরপত্র।

• ডিগ্রীদের ক্ষেত্রে ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) /প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার সত্যায়িত জমা নম্বরপত্র।

• রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি।

• দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার কপি ও রেজিস্ট্রেশন ফি।

• সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৩-৪ কপি। (কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির ফলাফল ও মেধা তালিকা প্রণয়ন -২০২১

• ২০১৯-২০২০শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে প্রাথমিক আবেদনকারীদের স্নাতক (সম্মান)/শ্নাতক (পাস) ও ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত)/প্রিলিমিনারী ট মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় প্রাপ্ত নম্বর/সিজিপিএ এর শতকরা হার অনুযায়ী মেধাক্রম নির্ধারণ করে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা তৈরী করা হবে। যদি দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম একই হয় তাহলে তাদের মধ্যে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।

• আবেদনকারীরা যে কলেজ থেকে স্নাতক (সম্মান)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা যদি ঐ কলেজে স্ব স্ব বিষয়ে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য প্রাথমিক আবেদন করে থাকে সে ক্ষেত্রে এ সকল আবেদনকারীকে অগ্রাধিকারের ভিত্তিতে মেধা তালিকায় স্থান দেয়া হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন শূন্য থাকলে অন্যান্য আবেদনকারীকে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে। এ শর্ত শুধুমাত্র ১ম মেধা তালিকার জন্য প্রযােজ্য হবে।

• এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা ও রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে।মেধা তালিকায় স্থান প্রাপ্ত আবেদনকারীদের ভর্তি ফরম পূরণের করণীয় ধাপসমূহ

লগইন: আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Masters (Login) | Tab-এ গিয়ে Applicant Login Masters (Regular) অপশনে ক্লিক করে সঠিক রােল নম্বর ও পিন কোড এন্ট্রি দিয়ে Login করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম, বরাদ্দকৃত বিষয়, সংশ্লিষ্ট কলেজের নাম ও অন্যান্য তথ্যসহ ভর্তির চূড়ান্ত আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

আবেদন ফরমের প্রিন্ট: সঠিক তথ্যসহকারে ভর্তির আবেদন ফরমটি Submit Application অপশনে ক্লিক করলে একটি চুড়ান্ত ভর্তির আবেদন ফরম ওয়েবসাইটে দেখা যাবে। উক্ত ফরমটির দুই কপি A4 (8.5”×11) অফসেট কাগজে প্রিন্ট নিতে হবে। পরবর্তীতে রােল নম্বর ও পিন কোড দিয়ে একাধিকবার ফরমটি প্রিন্ট নেয়া যাবে।

সংশ্লিষ্ট কলেজে চুড়ান্ত ভর্তি ফরম: আবেদনকারীকে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরমের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। আবেদন ফরমের সংগে আবেদনকারীর স্নাতক (সম্মান)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার সত্যায়িত জমা নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার কপি ও রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। চুড়ান্ত ভর্তির আবেদন ফরমের একটি কপি সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তারিখসহ স্বাক্ষর ও সীল দিয়ে শিক্ষার্থীকে ফেরত দিবে।

কোটার ফলাফল: রিলিজ স্লিপের আবেদনের পূর্বে কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে।

মাস্টার্স নিয়মিত ভর্তির রিলিজ স্লিপে আবেদন সম্পর্কিত তথ্য

যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না, সে সকল আবেদনকারী শূন্য আসন সাপেক্ষে তিনটি কলেজে আলাদাভাবে বিষয় নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। …