অনার্স করার সুযোগ পাচ্ছে না তারা ডিগ্রি অথবা প্রোফেশনাল কোর্সে ভর্তি হোক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমাদের ডিগ্রি প্রোগ্রামে অনেক ভালো ভালো শিক্ষক রয়েছেন। ডিগ্রি প্রোগ্রামেও শিক্ষার্থী বাড়ানো দরকার। এছাড়া বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন করতেও ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে। যারা বাদ পড়েছেন তারা ডিগ্রি কোর্সে ভর্তি হলেই সমস্যার সমাধান হয়ে যাবে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে তৃতীয় রিলিজ স্লিপে ভর্তি ও আসন সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।অধ্যাপক মশিউর রহমান বলেন, শিক্ষামন্ত্রী যত্রতত্র অনার্স প্রোগ্রাম বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আমরা সেজন্য অনেক কলেজে অনার্স কোর্স বন্ধ করে দিয়েছে। এর ফলে আমাদের আসন সংখ্যা কিছুটা কমে গেছে। এটি বাড়ানোর সুযোগ নেই।তিনি বলেন, এখন যদি আমরা তৃতীয় রিলিজ স্লিপে ভর্তির সুযোগ দেই তাহলে শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে অনেক দেরি হয়ে যাবে। এতে করে আমাদের সেশনজটে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই তৃতীয় রিলিজ স্লিপে ভর্তির সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, অকারণে অনেক সময় নিয়ে সব শিক্ষার্থীর অনার্স করার দরকার নেই। ২০২০-২১ শিক্ষাবর্ষে যারা অনার্স করার সুযোগ পাচ্ছে না তারা ডিগ্রি অথবা প্রোফেশনাল কোর্সে ভর্তি হোক। এখানে কম সময়ে ভালো মানের ডিগ্রি অর্জন করা যাবে।