Breaking News

NTRCA নিয়োগ সুপারিশ 2022 এনটিআরসিএ, প্রজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠান

NTRCA নিয়োগ সুপারিশ 2022
এনটিআরসিএ, প্রজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠান

NTRCA নিয়োগ সুপারিশ : এতদ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় গত ১2022৫-০৭-২০২১ খ্রিঃ এবং ১৬-০৭-২০২১ খ্রিঃ তারিখে ৩৮,২৮৩ জন প্রার্থীকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৭-০১-২০২২ তারিখের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৩.১০১.১৯.২১ (অংশ)-১২ নির্দেশনা অনুযায়ী পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় ৩৪,০৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএস যোগে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে এনটিআরসিএ এর ওয়েব সাইডে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশ পত্র ডাউন লোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশ পত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।

২। অবশিষ্ট প্রার্থীগনের মধ্যে ৪,১৯৮ জন কে ভি আর ফরম প্রেরণ না করায় ০৯ জনকে প্রতিষ্ঠান সরকারিকরন হওয়ায় এবং ০৩ জন কে ৩য় নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নং শর্ত ভংগ করে মহিলা শিক্ষক প্রতিষ্ঠানে শরীর চর্চা শিক্ষক পদে আবেদন করায় মোট ৪২১০ জন প্রার্থীকে সুপারিশ করা হয়নি। তাদের তালিকা এনটিআরসিএ এর ওয়েব সাইডে ৩য় গন বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে দেখা যাবে।

৩। যে সকল প্রার্থী ভি আর ফরম প্রেরণ করেননি তাদের কে আগামী ০৭-০২-২০২২ খ্রিঃ তারিখের মধ্যে ভি আর ফরম এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা রেজিষ্টার্ড ডাক যোগে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের প্রাথমিক নির্বাচন বাতিল বলে গন্য হবে। এ সকল প্রার্থী ভি আর ফরম প্রেরণ করে এনটিআরসি এ এর ই-মেইল [email protected] এবং ০১৬৩৫৪০৫৮০১ নং মোবাইলে এসএমএস করে অবহিত করবেন।NTRCA নিয়োগ সুপারিশ 2022 পাওয়ার পর আপনার করণীয় কি?
৩য় গণবিজ্ঞপির সুপারিশ পাওয়ার পর আপনার প্রাথমিক কাজ হচ্ছে (১) NGI ওয়েব সাইট হতে সুপারিশ পত্র (২) ৩য় গণবিজ্ঞপ্তির ফলাফল বের করে নিতে হবে। (৩) ৩য় গণবিজ্ঞপ্তির আবেদন কপি, (৪) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (৫) শিক্ষক নিবন্ধন সনদ (৬) বি.এড সনদ প্রযোজ্য ক্ষেত্রে (৭) জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও অন্যান্য কাগজপত্র যদি থাকে উপরোক্ত সকল কাগজপত্রের ফটোকপি ও নিয়োগ পত্র প্রাপ্তির জন্য আবেদন সহ শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সুপারিশ হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর জমা দিতে হবে। এমপিও প্রাপ্তির আবেদনের নমুন নিম্নে দেওয়া হলোঃ

View post on imgur.com

আবেদনসহ সকল কাগজপত্র জমা দেওয়ার পর প্রতিষ্ঠান প্রধান যাচাই বাছাই করে আপনাকে নিয়োগ পত্র প্রদান করবেন। তারপর আপনার কাজ হলো নিয়োগপত্র অনুযায়ী যোগদান পত্র লিখে প্রতিষ্ঠান প্রধানকে জমা দেওয়া।

Check Also

বেসরকারি শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায় এর MCQ পরীক্ষার প্রশ্নের বাংলা সমাধান

বেসরকারি শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায় এর MCQ পরীক্ষার প্রশ্নের বাংলা সমাধান সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ …