জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার CGPA রেজাল্ট ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার CGPA ফলাফল ২০২২। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সিজিপিএ ফল প্রকাশিত হয়েছে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) উক্ত ফল প্রকাশ করা হয়েছে৷ এখানে আপনাদের সামনে তুলে ধরব অনার্স চতুর্থ বর্ষের CGPA ফলাফল সংক্রান্ত তথ্যজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সিজিপিএ ফলাফল প্রকাশ। প্রকাশিত ফলাফল অনলাইনে থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংক http://www.nu.ac.bd/results থেকে জানা যাবে। এখানে আপনাদের সামনে তুলে ধরব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সিজিপিএ রেজাল্ট দেখার পদ্ধতি। ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার cgpa ফলাফল দেখুন এখানেই।
২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিঃ
২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সিজিপিএ ফলাফল
প্রকাশ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ। ২০১৯ সালের অর্নাস ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল ২০/০৭/২০২১ইং তারিখ প্রকাশ করা হয়েছে। যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম, ২য়, ৩য় বর্ষ এবং অনার্স ৪র্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সে সকল পরীক্ষার্থীর ৪ বছরের সমন্বিত ফলাফল ২৬/০৭/২০২১ তারিখ বিকাল ৪ টায় প্রকাশিত হয়েছে। ফলাফল দেখার লিংকঃ http://www.nu.ac.bd/results/
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় মােট ৬৭৬ (ছয়শত ছিয়াত্তর) টি কলেজের ২,১৪,৮৪৪ (দুই লক্ষ চৌদ্দ হাজার আটশত চুয়াল্লিশ) জন পরীক্ষার্থী ৩০ টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার গড় পাশের হার ৭২%। উল্লেখ্য, ০৪ বছরের সমন্বিত ফলাফল (CGPA) ২৬ জুলাই প্রকাশিত হয়েছে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় মোট ১ লাখ ৮৪ হাজার ৯২৩ জন অংশগ্রহণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করে।
জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার পরীক্ষার্থীদের ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ রেজাল্ট প্রকাশ করে। cgpa রেজাল্ট প্রকাশ হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই http://www.nu.ac.bd/results/ লিংকে এবং আমাদের ওয়েবসাইটের এই লিংকে রেজাল্ট জানা যাবে।
অনার্স ৪র্থ বর্ষের ৪ বছরের সমন্বিত সিজিপিএ ফলাফল একসাথে দেখার পদ্ধতি
• অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষার ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ রেজাল্ট দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংকে http://www.nu.ac.bd/results/ প্রবেশ করুন
• • এরপর সার্চ অপশনে honours অপশনে ক্লিক করলে ৪ টা রেজাল্ট অপশন আসবে এর ভিতর থেকে consolidated result আপশন সিলেক্ট করুন।
• এরপর বক্সে আপনার ৪র্থ বর্ষের পরীক্ষার রোল, রেজিষ্ট্রেশন নম্বর এবং পরীক্ষার বছর ২০১৯ দিয়ে সার্চ করতে হবে। পেয়ে যাবেন আপনার অনার্সের বর্ষের ৪ বছরের সিজিপিএ রেজাল্ট ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ আগামী সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার CGPA রেজাল্ট দেখুন এখানেই।উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার্থীদের ফলাফল ২০ জুলাই ২০২১ তারিখ রাত ৯ টায় ওয়েবসাইটে প্রকাশিত হয়। পরীক্ষায় মােট ৬৭৬ (ছয়শত ছিয়াত্তর) টি কলেজের ২,১৪,৮৪৪ (দুই লক্ষ চৌদ্দ হাজার আটশত চুয়াল্লিশ) জন পরীক্ষার্থী ৩০ টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার গড় পাশের হার ৭২%।
আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল প্রক্রিয়া
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে
• অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত সকল বর্ষের ফাইনাল পরীক্ষায় সকল বিষয়ে অবশ্যই পাশ করতে হবে ।
• অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত কোন বিষয়ে “F” থাকতে পারবে না• CGPA এর ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
• অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত কোন বিষয়ে “F” থাকলে, জাতীয় বিশ্ববিদ্যালয় ঐ শিক্ষার্থীকে অনার্স সনদ দিবে না ।
• তবে F থাকা সত্ত্বেও যদি CGPA 2.00 হয়, তবে ঐ শিক্ষার্থীকে Degree এর সনদ প্রদান হবে ।
• CGPA ৩.৭৫ থেকে ৪.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের Distinction সহ অনার্স সনদ প্রদান করা হবে, যা একাডেমিক ট্রান্সক্রিপ্টে উল্লেখ থাকবে ।
• জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারবে না ।
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার অন্যান্য তথ্য
• যাদের ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত সব বিষয়ে পাশ আছে তাদের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার CGPA ফলাফল আসবে।
• যারা কোন বিষয়ে ফেল আছে তাদেরকে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার CGPA ফলাফল দিচ্ছে না তাদের এখন শুধু ৪র্থ বর্ষের GPA টা দিচ্ছে।
• ১ম থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত কোন বিষয়ে ফেল থাকা অবস্থায় যদি নূন্যতম CGPA 2.00 থাককে তাহলে Degrees Pass দিবে।
• ফেল করা বিষয়সমূহ পরবর্তীততে পাশ করলে তখন আবার অনার্সের সনদ দিবে।
• অনার্স শেষ বর্ষের পরীক্ষায় Absent থাকলে, তাকে কোন ডিগ্রী প্রদান করা হবে না।
• সেশন ২০০৯-১০ হতে শুরু করে পরবর্তী সকল সেশনের শিক্ষার্থীদের জন্য এই নিয়মগুলো বর্তমানে কার্যকর করা হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সনদ
• জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে প্রত্যেক বর্ষের ফলাফলের ট্রান্সক্রিপ্ট প্রদান করা হবে ।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রেড, Corresponding গ্রেড পয়েন্ট GPA, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার CGPA ফলাফল দেয়া হবে এবং এতে কোন গাণিতিক নম্বর থাকবে না ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার পরীক্ষার্থীদের ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ রেজাল্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার CGPA ফলাফল ২০১৯ ।
সিজিপিএ রেজাল্ট যারা পেয়েছেনঃ
সিজিপিএ ৩.০০ থেকে ৪.০০ এর মধ্যে = ১ম বিভাগ(ফার্স্ট ক্লাস)
সিজিপিএ ২.২৫ থেকে ২.৯৯ এর মধ্যে = ২য় বিভাগ(সেকেন্ড ক্লাস)
সিজিপিএ ২.২৫ এর নীচে = ৩য় বিভাগ(থার্ড ক্লাস)