[নতুন সময়সূচী] সমাজসেবা অধিদপ্তর (ইউনিয়ন সমাজকর্মী) পরীক্ষার সেপ্টেম্বর ২০২২
সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার তারিখ ২০২২
ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গত ৯ জুলাই, ২০১৮ সালে প্রকাশ করা হয়। যার অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ জুলাই থেকে এবং যা সম্পন্ন হয়েছিল ২৭ জুলাই ২০১৮ সালে। যেখানে ইউনিয়ন সমাজকর্মী পদের পাশাপাশি আরো ১৯ টি ক্যাটাগরির পদ ছিল। বাকি সকল পদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও এখন পর্যন্ত ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় গ্রহণ করা হয়নি। উক্ত ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছে মোট ৬ লক্ষ ৬২ হাজার ২৭০ জন প্রার্থী। যার বিপরীতে শূন্য পদের সংখ্যা মোট ৪৬৩টি।