Breaking News

মেডিকেল মাইগ্রেশনের তালিকা 2022 প্রকাশ

মেডিকেল মাইগ্রেশনের তালিকা 2022 প্রকাশ

 

মেডিকেল মাইগ্রেশনের তালিকা 2022 প্রকাশ। দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের প্রথম মাইগ্রেশ দ্রুত সময়ের মধ্যে করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা প্রস্তুত করে ইতোমধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পাঠিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এই তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শেষ করেছে অধিদপ্তর। সোমবার (৮ আগস্ট) বিকালে তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রসঙ্গত, গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবাসোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব। তিনি বলেন, দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রস্তুত। বিকালে আমাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। ২০০ আসনের বিপরীতে মাইগ্রেশন হবে বলেও জানান তিনি।দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। এদিকে দ্বিতীয় ধাপে এমবিবিএসের ১১৪ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন হবে। আর বিডিএসের মাইগ্রেশন হবে ৬৬টি আসনের বিপরীতে।এর আগে সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচাক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেছিলেন, দ্বিতীয় মাইগ্রেশন সম্পন্ন করতে আমরা বুয়েটের কাছে তালিকা পাঠিয়ে দিয়েছি।আগামী সপ্তাহে এই তালিকা প্রকাশ করা হতে পারে।অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, দ্বিতীয় ধাপের মাইগ্রেশন সম্পন্ন করতে আমরা এমবিবিএস ও বিডিএসের তালিকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) পাঠিয়ে দিয়েছি। আশা করছি আজ অথবা আগামীকালকের মধ্যে তালিকা প্রস্তুত হয়ে যাবে। এরপর মঙ্গলবার তালিকা প্রকাশ করা হবে।

মেডিকেল মাইগ্রেশনের তালিকা 2022 প্রকাশ
অধ্যাপক আহসান হাবীব আরও বলেন, কোনো কারণে যদি সোমবারের মধ্যে তালিকা তৈরি না হয় তাহলে মাইগ্রেশনের তালিকা প্রকাশের সময় দুই/একদিন পেছানো হতে পারে। তবে চলতি সপ্তাহের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত বছরের ২ এপ্রিল সারা দেশে একযোগে ২০২০-২১ সালে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর একদিন পর ৪ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন ছিল ৪ হাজার ৩৫০টি।

Check Also

৭৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (biwta) তে নিয়োগ বিজ্ঞপ্তি

৭৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (biwta) তে নিয়োগ বিজ্ঞপ্তি – ০১/০৭   Apply: http://jobsbiwta.gov.bd/ আবেদন …