Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স (প্রফেশনাল) পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স (প্রফেশনাল) পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশ

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স (প্রফেশনাল) পরীক্ষার রুটিন ও কেন্দ্রতালিকা ২০২২। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রফেশনাল পরীক্ষার সময়সূচি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স (প্রফেশনাল) ১ম বর্ষ, বিবিএ অনার্স (প্রফেশনাল) ২য় বর্ষ, বিবিএ অনার্স (প্রফেশনাল) ৩য় বর্ষ, বিবিএ অনার্স (প্রফেশনাল) ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা ২০২২।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ অনার্স (প্রফেশনাল) পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা নিয়ে আজ আলোচনা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স (প্রফেশনাল) সকল বর্ষের প্রকাশিত রুটিন ও কেন্দ্রতালিকা এখানে দেখতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা দেখুন এখানে।

বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার ও চতুর্থ বর্ষ ৮ম সেমিস্টার পরীক্ষার রুটিনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স (প্রফেশনাল) পরীক্ষার সময়সূচী ২০২২:-

 

 

IMG-20220908-104808

 

IMG-20220908-104537

IMG-20220908-104521

 

 

IMG-20220908-104458

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা ২৬ সেপ্টেম্বর শুরু হবে। এ সময়সূচি অনিবার্যকারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিশেষ নির্দেশনা:-

• পরীক্ষা শুরুর ৪/৫ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd/admit) ও (www.nubd.info/college) রােল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে অধ্যক্ষের স্বাক্ষর ও সীল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে।

• প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশােধন করে নিতে হবে।

• প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

• পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৫০০/-(পাঁচশত) টাকার মধ্যে ৭৫% টাকা অর্থাৎ ৩৭৫/-টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার ২/৩ দিন পূর্বে রােল বিবরণী ও হাজিরাপত্রের প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্থান্তর করার জন্য অধ্যক্ষ মহােদয়কে অনুরােধ করা হল।

Check Also

৭৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (biwta) তে নিয়োগ বিজ্ঞপ্তি

৭৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (biwta) তে নিয়োগ বিজ্ঞপ্তি – ০১/০৭   Apply: http://jobsbiwta.gov.bd/ আবেদন …