বাংলাদেশ সেনাবাহিনী তে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ আর্মিতে নিয়োগ বিজ্ঞপ্তি। সৈনিক পদে নতুন নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিক বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারবে। Bangladesh army sainik job circular 2022আবেদনের সময়কাল: আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হলো।
ট্রেডের নাম: সাধারণ (পুরুষ-মহিলা)
বয়স: ৩ মার্চ ২০২৪ তারিখে ১৭-২০ বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
ট্রেডের নাম: টেকনিক্যাল (পুরুল-মহিলা)
বয়স: ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭-২১ বছর
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২২।
বিশেষ নির্দেশনা:
১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
বয়স:-
ট্রেডের নাম: টেকনিক্যাল (পুরুল-মহিলা)
বয়স: ০৩ মার্চ ২০২৪ তারিখে ১৭-২১ বছর
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২২।
শিক্ষাগত যোগ্যতা:
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান.
(২) ইংরেজী মাধ্যম: ’ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২২ সালের নিয়মিত এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২২ সালের নিয়মিত এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/’ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি’তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর, ২০২২ তারিখ সকাল ৯ টায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে।
১২ আগস্ট ২০২২ হতে ০৭ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে লােক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যােগদানে আগ্রহী পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপঃ
•বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) সকল নিয়োগ বিজ্ঞপ্তি
সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের যােগ্যতা
সাধারণ ট্রেড (জেডি), বিএনসিসি (BNCC) সেনাসন্তান (SS) – পুরুষ ও মহিলা
বয়সঃ ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না।
শিক্ষাগত যােগ্যতাঃ এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ
টেকনিক্যাল ট্রেড:-
বয়সঃ ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না। কেবলমাত্র ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে ১৮ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
শিক্ষাগত/কারিগরি যােগ্যতাঃ
• এসএসসি ভােকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
• এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবাের্ড কর্তৃক অনুমােদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যােগ্য।
• চালক পেশার ক্ষেত্রে বিআরটিএ কর্তৃক অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাইভিং কাম অটোমেকানিক্স কোর্স যােগ্য এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। (সিএনজি এবং মটর সাইকেল এর ড্রাইভিং লাইসেন্স গ্রহণযােগ্য নয়)। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় যেকোন বিভাগ হতে ন্যূনতম জিপিএ-৩,০০ প্রাপ্ত হতে হবে।
শারীরিক মান:-
পুরুষ প্রার্থী
• উচ্চতা (ন্যূনতম): ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গােষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র •নৃ-গােষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
• ওজন (ন্যূনতম): ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) বুক (ন্যূনতম): স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০,৮১ মিটার (৩২ ইঞ্চি)।
মহিলা প্রার্থী
• উচ্চতা (ন্যূনতম): ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গােষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র •নৃ-গােষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫৬ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।
• ওজন (ন্যূনতম): ৪৭ কেজি (১০৪ পাউন্ড) বুক (ন্যূনতম): স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যােগ্য ।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয় )।
সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
ভর্তির সময় নিবেৰ্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে।
• শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র/ACADEMIC TRANSCRIPT (মার্ক শটি)। ফটোকপি হলে সত্যায়িত হতে হবে । তবে পরবর্তীতে মূল সনদপত্র
প্রদর্শন করতে হবে।
• সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র।
• অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে ।
• এসএসসি/এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র (ADMIT CARD)।
• সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
• সরকার অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতার মূল সনদপত্র (কেবলমাত্র কারিগরি পেশায় আগ্রহী প্রার্থীদের জন্য)।
• সদ্যতােলা পাসপাের্ট সাইজের (৫ সেঃ মিঃ X ৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং স্ট্যাম্প সাইজের (২.৫ সেঃমিঃ x ২ সেঃমিঃ) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশী রংয়ের, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে ।
• সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়ােজনীয় পােশাক।
• লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল,
• স্কেল ও ক্লিপবাের্ড ইত্যাদি।
• উপজাতিদের ক্ষেত্রে, উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যান এর সনদপত্র।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা), স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যােগ্য প্রার্থী নির্বাচন করা হবে ।প্রশিক্ষণ সেনাসদরের সিদ্ধান্ত অনুযায়ী ০৬ (ছয়) মাস হতে ০১ (এক) বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
আবেদন একজন প্রার্থী যােগ্যতা অনুযায়ী সাধারণ (জিডি), বিএনসিসি, টেকনিক্যাল ট্রেড, সেনাসন্তান এবং টিটিটিআই’এ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগরি ট্রেডসহ সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে।
আবেদনের জন্য টেলিটকের প্রিপেইড মােবাইলের মাধ্যমে এসএমএস করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের পর টেলিটক হতে প্রাপ্ত USER ID ও
Password দিয়ে http://sainik.teletalk.com.bd ওয়েব সাইটে Login করে প্রবেশ পত্র Download করতে হবে।
পরীক্ষার সময় ও তারিখ নির্ধারিত সময়ের ৭২ ঘন্টা পূর্বে এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। এছাড়াও প্রার্থী নিজেই টেলিটক মােবাইল হতে ৬৫৯৬ নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন ।
এসএমএস এর মাধ্যমে আবেদনের সময়সীমাঃ ১ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী – পুরুষ
• টেকনিক্যাল ট্রেডের (TT) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।
উল্লেখ্য, টেকনিক্যাল ট্রেডে (TT) ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল-১ অনুযায়ী হবে, এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থী যে ট্রেড এ ভর্তি হতে ইচ্ছুক টেবিল-১ অনুযায়ী সেই ট্রেড এর কোড এসএমএস’এ নিতে হবে।
প্রথম এসএমএসঃ
SAINIK<space>1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL<space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>TT
উদাহরণঃ SAINIK DHA 236098 2022 34 TT
(ঢাকা বাের্ডের জন্য DHA, রাজশাহী বাের্ডের জন্য RAJ ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে।
নিম্নেবর্ণিত জেলা কো এবং টেবিল-১’এ উল্লিখিত পরীক্ষার সেন্টার কোড ও ট্রেড কোড অনুযায়ী)।
আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলাে টাইপ করে ১৬২২২ নম্বরে প্রথম এসএমএস করতে হবে ।
• টিটিটিআই (TTTI) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।
প্রথম এসএমএসঃ
SAINIK<space>1ST THREE LETTERS OF Ssc BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>TTTI
উদাহরণঃ SAINIK DHA 236098 2022 34 TTTI
(ঢাকা বাের্ডের জন্য DHA, রাজশাহী বাের্ডের জন্য RAJ ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ি)
দ্বিতীয় এসএমএস
প্রথম এসএমএস এর পর যােগ্য প্রার্থীগণকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রেরণ করা হবে। পরবর্তীতে প্রার্থীগণ পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে আবেদন করতে ইচ্ছুক হলে পুণরায় দ্বিতীয় এসএমএস করতে হবে। উল্লেখ্য, ভর্তি পৰ্থীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে বিধায় মােবাইল ব্যালেন্স ২০০/- টাকার অধিক থাকা আবশ্যক।
দ্বিতীয় এসএমএসঃ
SAINIK<space>YES<space>PIN NUMBER<space>CONTACT MOBILE
NUMBER and send to 16222
উদাহরণঃ SAINIK YES 894098 01XXXXXXXXX and send to 16222
প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ এর জন্য অনলাইন থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। প্রবেশ পত্র ছাড়া কোনাে প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না।
• দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি USER ID ও Password দেয়া হবে। উক্ত USER ID ও Password এর মাধ্যমে প্রার্থীকে আবেদনের সাথে সাথে http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ করত।
• নিজস্ব প্রবেশপত্র প্রিন্ট করে নিতে পারবে। উল্লেখ্য
আবেদনের ৭২ ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রবেশ পত্র প্রিন্ট নেয়া যাবে না।
• প্রার্থীর ৩০০ X ৩৫০ (দৈর্ঘ্য ও প্রস্থ) Pixel এর রঙ্গীন ছবি আপলােড় করতে হবে । ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হতে হবে।
• প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গােপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না ।
• প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টার পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানাে হবে ।
হেল্প লাইন
• প্রার্থীর USER ID ও Password হারিয়ে / ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মােবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে চার্জ প্রযােজ্য। তবে, পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ
টেলিটক এর ০১৫৫২১৪৬০৬০/০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩/৪ টি এসএমএস এর মাধ্যমে জানানাে হবে।
SAINIK<space>HELP<space>SSC BOARD<space>ROLL<space>PASSING YEAR<space>DISTRICT CODE অথবা
SAINIK<space>HELP<space>PIN<space> PIN NUMBER send to 6596
উদাহরণঃ SAINIK HELP DHA 236098 2017 ৩৪ অথবা SAINIK HELP PIN 894098
• এসএমএস ও অনলাইন সংক্রান্ত যেকোন ধরনের অনুসন্ধানের জন্য শুধুমাত্র টেলিটক মােবাইল হতে ১২১ নম্বরে কল করলে যেকোন তথ্য জানা যাবে।
Bangladesh Army/ Sainik Job Cirular BD ভর্তির সময় বিজ্ঞপ্তিতে উল্লেখিত সনদপত্র/ছবি/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী তে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ আর্মিতে নিয়োগ বিজ্ঞপ্তি। সৈনিক পদে নতুন নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী । বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির বিজ্ঞপ্তি।