স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
বাংলা অংশ:-
১. “বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত”-এ বাক্যটি কোন লেখায় আছে?
=যৌবনের গান
= বিলাসী
=* হৈমন্তী
২. “কে জানত আমার ভাগ্যে এমন হবে” – এ বাক্যটি নিচের কোন কালের উদাহরণ?
= ঘটমান বর্তমান
= সাধারণ বর্তমান
=* সাধারণ ভবিষ্যৎ
৩. নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত
=পড়ালাম
= পড়িয়েছিলাম
=* পড়াতাম
৪. “মন্দকে মন্দ বলতেই হবে” – এ বাক্যের দুই “মন্দ” নিচের কোনট
= বিশেষ্য
= বিশেষণ
=* প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ
৫. “কাঁদো নদী কাঁদো” নিম্নের কোনটি?
_* উপন্যাস
=গল্পগ্রন্থ
= নাটক
৬. নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয়?
= চাঁদের আমবস্যা
= কাঁদো নদী কাঁদো
=* চক্রবাক
৭. “আঠারো বছর বয়স” কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত?
=* মাত্রাবৃত্ত
= অক্ষরবৃত্ত
= মিশ্র কলাবৃত্ত
৮. “তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে” – এই চরণটির রচয়িতা কোন কবি?
= সুফিয়া কামাল
=* কাজী নজরুল ইসলাম
= সুকান্ত ভট্টাচার্য
৯. “Amplitude” শব্দের বাংলা পরিভাষা নিম্নের কোনটি?
= বিস্তৃত
=* বিস্তার
=প্রসারিত
১০. “Civil Society” এর পরিভাষা নিম্নের কোনটি
= সভ্য সমাজ
=* সুশীল সমাজ
= বেসামরিক সমাজ
১১. “গুরু” শব্দটির বিশেষণরূপ নিচের কোনটি?
= গুর্বী
=* গরিষ্ঠ
=লঘিষ্ঠ
১২. নিচের কোনটি বিশেষ্য?
= মধুর
=* স্নেহ
= সুতি
১৩. বাংলা বানানের রীতি অনুসারে নিচের কোনটি শুদ্ধ?
= গভর্ণর
=* গভর্নর
= গবর্নর
১৪. “মেদিনী” শব্দের সমার্থক শব্দ কোনটি?
= আকাশ
=* পৃথিবী
= সমুদ্র
১৫. “শাকসবজি” শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?
= *তৎসম + ফারসি
=তদ্ভব + ফারসি
=পর্তুগীজ + আরবি
১৬. নিচের কোনটি যৌগরূঢ় শব্দ?
= সন্দেশ
=প্রবীণ
=*পঙ্কজ
১৭. “পল্লবগ্রাহিতা” শব্দটির সঠিক অর্থ নিচের কোনটি?
=* ভাসা ভাসা জ্ঞান
=পাতা কুড়ানো
= অনুকরণ
১৮. “প্রিয়ংবদা যথার্থ
কহিয়াছে” – বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি?
= প্রিয়বদা যথার্থ কহে নাই।
= প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে।
=* প্রিয়ংবদা অযথার্থ কহে নাই।
১৯. সংস্কৃতি বলতে নিচের কোনটি বুঝায়?
= সিনেমা
= নাচ ও গান
=* প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণ সমষ্টি
২০. “তুই যেতে পারবি না” বাক্যটির অস্তিবাচক রূপ নিচের কোনটি?
= তুই যেতে পারবি।
= তুই না গিয়ে পারবি না।
= *তোকে থাকতে হবে।
২১. “He is out for your blood” বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ নিচের কোনটি?
= সে তোমার জন্য রক্ত খুজছে।
=সে তোমার রক্তের জন্য বেরিয়েছে।
= *তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প।
২২. “Anonymous” এর সঠিক বাংলা নিচের কোনটি?
=* অনামা
=অজ্ঞাত
= এলোমেলো
২৩. “The anti-socials are still at large” এর বঙ্গানুবাদ নিচের কোনটি সঠিক?
=* সমাজ বিরোধীরা এখনো ধরাছোঁইয়ার বাইরে
=সমাজ বিরোধী দল এখানে বড়
= সমাজ বিরোধীরা এখন বেশ দূরে
২৪. “Subjudice” এর সঠিক অর্থ বাংলায় নিচের কোনটি?
=বিচারকের বেঞ্চ
= বিশেষ আদালত
=*বিচারাধীন
২৫. “Microbiology” এর পরিভাষা নিচের কোনটি?
=অণুপ্রাণ বিজ্ঞান
= অণুজীব বিজ্ঞান
= *জীবাণু বিজ্ঞান
ইংরেজী অংশ:-
1. Tareq was a “bright” student. (Choose the correct part of speech for the quotation’s word)
= noun
= pronoun
=* adjective
2. He had done no “wrong” (Choose the correct part of speech for the quotation’s word)
= adverb
=adjective
_* noun
3. I can not “right” the wrong. (Choose the correct part of speech for the quotation’s word)
=a noun
_* a verb
=an adjective
4. Boys “long” for holidays. (Choose the correct part of speech for the quotation’s word)
= adverb
= adjective
=* verb
5. Karim “headed” the ball. (Choose the correct part of speech for the quotation’s word)
=* a verb
= a pronoun
= a conjunction
6. He was _____ honourary Magistrate. (Fill up the blank with appropriate articles)
=*an
=one
= a
7. At last the beast in him got _____ upper hand. (Fill up the blank with appropriate articles)
= a
=an
=* the
8. He left _____ heir. (Fill up the blank with appropriate articles)
=the
=* an
=one
9. None but _____ brave deserves _____ fair. (Fill up the blanks with appropriate articles)
= a, the
=* the, the
= the, no articles
10. Which is _____ largest river in our country? (Fill up the blank with appropriate articles)
=one
=* the
= an
11. Birds fly _____ in the sky. (Fill up the blank with appropriate phrase or idiom)
= at a stretch
=* at large
= all along
12. Which of the following is the correct interrogative sentence?
=You come from where?
= * Where do you come from?
13. Which of the following in the pair that does not fit?
= colossal/giganitic
= brutal/human
= *ambiguous/obvious
14. “On that question I must part company with you” -বাক্যটির বঙ্গানুবাদ নিচের কোনটি সঠিক?
=ঐ প্রশ্নের আমি অবশ্যই তোমার সাথে ভিন্নমত পোষণ করব
= ঐ বিবেচনায় আমি অবশ্যই তোমার সাথে কোম্পানিটি ভাগ করে দেব
=* ঐ কারণে আমি অবশ্যি তোমার সঙ্গ ত্যাগ করব
15. Which of the following is an adjective of the word “mountain”?
=* mountainous
= mountic
16. The college teacher is popular among his students. Here “popular” is-
=a noun
=* an adjective
= an adverd
17. Which of the following is the correct sentence?
=* I earned nearly a hundred dollars last week.
= I earned a nearly hundred dollars last week.
= I earned a hundred dollars nearly last week.
18. His honesty cannot be _____. (Fill up the blank with appropriate phrase or idiom)
= taken into account
= taken into account
= brought to light
_* called in question
19. He could not attend the meeting ______ of illness. (Fill up the blank with appropriate phrase or idiom)
=* on account
= no the plea
= on the eve
20. At last the enemy _____. (Fill up the blank with appropriate phrase or idiom)
= came to terms
= gave up
= *gave in
21. It is an _____ that he takes bribe. (Fill up the blank with appropriate phrase or idiom)
= order of the day
= open question
=* open secret
22. Which of the following is the correct past participle form of “draw”?
=drew
= *drawn
= service
23. He sleeps here. “sleeps” is an example of which of the following?
=a pronoun
=a noun
=* a verb
24. What kind of verb is the word “went” in the following sentence? “The dog went mad”
=transitive verb
=* causative verb
= copulative verb
25. Which of the following is the past tense of the verb “shear”?
= *sheared
_ shore
= shear
সাধারণ জ্ঞান অংশ :-
১. আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
=* যুগ্ম সম্পাদক
=সম্পাদক
= সহ-সভাপতি
২. নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
= জওহরলাল নেহারু
= মাওলানা আবুল কালাম আজাদ
= *মাহাত্মা গান্ধী
৩. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কত জন ছিলেন?
= ২৪ জন
= ১৪ জন
=* ৩৪ জন
৪. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স নিচের কত বছর?
= ৪৫
=* ২৫
= ৩০
৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর নিচের কত নং সেক্টরে ছিল?
= ৭
=* ৮
= ১১
৬. পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ কোনটি?
=* যুক্তরাষ্ট্র
= যুক্তরাজ্য
= জাপান
৭. শ্রীলংকা স্বাধীনতা লাভ করে নিম্নের কত সালে?
=*১৯৪৮
=১৯৪৭
= ১৯৪৯
৮. “বার্মার” নাম নিচের কোন সালে মিয়ানমার নামকরণ করা হয়?
= ১৯৯০
=*১৯৮৯
=১৯৮৮
৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল?
= যুক্তরাষ্ট্র
= চীন
= *জাপান
১০. No-fly-zone নিচের কোন দেশে অবস্থিত?
= *ইরাক
= ইরান
_ আফগানিস্তান
১১. নিচের কত বছর মার্গারেট থ্যাচার বিলাতের ক্ষমতায় ছিলেন?
= ১০
= ৯
=* ১১
১২. নিচের জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?
=দ্বিতীয় জর্জ
= প্রথম জর্জ
=* তৃতীয় জর্জ
১৩. ফুটবল প্রতিযোগিতায় প্রতি দল নিচের কতজন খেলোয়াড় বদল করতে পারে?
= *৩
_ ২
= ৪
১৪. ক্রিকেটের নিয়মাবলি রচনা ও প্রবর্তন করে নিচের কোন ক্লাব?
= লন্ডন ক্লাব
=* মেলবোর্ন ক্লাব
= লিভারপুল ক্লাব
১৫. বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা নিচের কত ডিগ্রি সেন্টিগ্রেড?
=৩০
= ২৩
= *২৫
১৬. বাংলাদেশের নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
= লালখান
=* লালপুর
= শ্রীমঙ্গল
১৭. সুন্দরবনে বংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি?
_ নাফ নদী
= রায়মঙ্গল নদী
=* হাড়িয়াভাঙা নদী
১৮. বাকল্যান্ড বাঁধ নিচের কোন নদীর তীরে অবস্থিত?
= শীতলক্ষ্যা
=* বুড়িগঙ্গা
= কর্ণফুলী
১৯. মাতামুহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে?
=* লামার মইভার পর্বত
= খাগড়াছড়ির বাদনাতলী পর্বত
= আসামের লুসাই পাহাড়
২০. কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির নিচের কত শতাংশ বনভূমি প্রয়োজন?
= ১৮
= ২২
=*২৫
২১. নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
=* তুলা গাছ
_ দেবদারু গাছ
= তাল গাছ
২২. নিচের কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয়?
=* ভাইরাস
=ব্যাকটেরিয়া
= ছত্রাক
২৩. বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা “মাগুরা”-র সাক্ষরতা আন্দোলনের নাম নিচের কোনটি?
= সুরভিত
= *বিকশিত
= দীপ্যমান
২৪. নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত?
=ঢাকার সাভারে
= খুলনার রূপসায়
=* চট্টগ্রামের জলদিয়ায়
২৫. শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশ সংবিধানের নিচের কত নম্বর ধারায় বর্ণিত?
=১৩
=* ১৭
=১৯
২৬. ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম নিচের কোনটি?
=* ঝুমুর
= ধূপ
= জারি
২৭. আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “চাকা” এর পরিচালক নিচের কে?
= জহির রায়হান
=* মোরশেদুল ইসলাম
=তানভীর মোকাম্মেল
২৮. বলকান রাষ্ট্র নিচের কোনটি?
= লাটভিয়া
=পর্তুগাল
=* ক্রোয়েশিয়া
২৯. এশিয়ার সর্বউত্তরের বিন্দু নিচের কোথায়?
= ইন্দোচীন
=* চেলুসকিনের অগ্রভাগ
= বেবা অন্তরীপ
৩০. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে নিচের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
= ১০
= ১৭
= *১১