Breaking News

Dakhil Result 2023 Madrasah Board Marksheet with Number

যেভাবে অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ – এর ফলাফল বের করবেন
অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২৩ এর ফলাফল বের করার অনেক ধরনের উপায় আছে। কিন্তু আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করতে পারবেন। মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২৩ এর ফলাফল প্রকাশিত হবে। এই ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ছাড়াও আপনি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফল বের করতে পারবেন। এখানে আপনি সকল বোর্ড পরীক্ষার ফলাফল মার্কশীটসহ বের করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার অফিসিয়াল ২টি ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট ২টির লিংক নিচে দেওয়া হলো –

www.educationboardresults.gov.bd
www.eboardresults.com  এসএসসি/দাখিল, এসইচএসসি/আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ইত্যাদি ফলাফল এই সাইটে পাওয়া যাবে। সকল পরীক্ষার ফুল মার্কশীট এই ওয়েবসাইটে পাওয়া যায়। ২০২৩ সালের এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সকল পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার এসএসসি পরীক্ষার ফলাফল ফুল মার্কশীটসহ দেখতে পারবেন।

IMG-20230727-221050

এসএসসি ফলাফল পাওয়ার অনেকগুলো উপায় (পদ্ধতি) রয়েছে। অনলাইন, এসএমএস, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং স্কুল ক্যাম্পাস থেকে আপনি আপনার এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ পেতে পারেন। নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার এসএসসি ফলাফল বের করুন –

১ম পদ্ধতিযেভাবে অনলাইনে:- educationboardresults.gov.bd থেকে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ – এর ফলাফল বের করবেন –

IMG-20230727-220814

অনলাইনে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –

প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল দেখার এই ওয়েবসাইটে যান – educationboardresults.gov.bd
এবার “Examination” অপশন থেকে “SSC/Dakhil” সিলেক্ট করুন।
“Year” অপশনে “2023” দিন
তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
এবার “Reg: No” বক্সেও সর্তকতার সাথে আপনার পরীক্ষার রেজিষ্টেশন নাম্বারটি দিন।
সিকিউরিটি নাম্বার ক্যাপচাটি পূরণ করুন।
Example: 4+3 = 7

সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “SUBMIT” বাটনে ক্লিক করুন।
“SUBMIT” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।

২য় পদ্ধতি:-
যেভাবে eboardresults.com থেকে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ – এর ফলাফল বের করবেন

IMG-20230727-220814

অনলাইনে eboardresults.com থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –

1. প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com

2.এবার “Examination” অপশন থেকে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করুন।

3.“Year” অপশনে “2023” দিন

4.তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।

5.এবার Result Type অপশন থেকে “Result Type” – “Individual Result” করে দিন।

6.এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।

7.সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।

8 সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন।

“Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।

৩য় পদ্ধতি:-

যেভাবে eboardresults.com থেকে আপনার স্কুলের সকল এসএসসি পরীক্ষার্থীর ফলাফল বের করবেন

Photo

IMG-20230727-220814

1.প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com

2.এবার “Examination” অপশন থেকে “SSC/Dakhil
/Equivalent” সিলেক্ট করুন।

3.“Year” অপশনে “2023” দিন

4.তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।

5.এবার Result Type অপশন থেকে “Result Type” – “Institution Result” করে দিন।

6.এবার, “EIIN” অপশন থেকে খুব সর্তকতার সাথে আপনার স্কুলের “EIIN Number” দিন।

7.সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।

8.সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন।

“Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার স্কুলের এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।

৪র্থ পদ্ধতি:-

SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ

Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ
Dakhil MAD 123456 2023 and send to16222

Check Also

SSC Result 2023 Dhaka Board Marksheet with Number

যেভাবে অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ – এর ফলাফল বের করবেন অনলাইনে এসএসসি ও …