Breaking News

চলমান পরিক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার দাবীতে ভোলায় মানববন্ধন

 

চলমান পরিক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার দাবীতে ভোলায় মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরিক্ষা স্থগিত নয় স্বাস্থ্যবিধি মেনে পরিক্ষা নেওয়ার দাবীতে ভোলায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ২৪ জানুয়ারি সকাল ১০:৩০ টায় ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীরা।মানববন্ধনে অংশ নেওয়া অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জানান, আমাদের মাত্র ২ থেকে ৩টি পরীক্ষা বাকি আছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে করোনার কারণে সরকারি নির্দেশনা মোতাবেক তাদের সকল পরীক্ষা স্থগিত থাকবে। দেশে সব কিছুই যদি চলতে পারে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে পরীক্ষা নিতে কি সমস্যা। বার বার পরীক্ষা স্থগিতের ফলে ভবিষৎ নিয়ে সংকিত আমরা। পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের স্থগিত পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে যেন নেওয়া হয়। আমরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো দিতে চায়। এই পরীক্ষাগুলো কারণে আমারা চাকরির আবেদন করতে পারছি না। একটি মাত্র সার্টিফিকেটের কারণে আমরা বছরের পর বছর আটকে আছি।

আরেক শিক্ষার্থী জানান, স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষাগুলো দিতে চাই। এর আগে করোনার কারণে দুই বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে শংকিত। সবকিছু যেমন খোলা আছে তেমনভাবে আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক।

 

প্রসঙ্গত, করােনার সংক্রমণরােধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের সিদ্ধান্ত মােতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘােষণা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Check Also

দিনাজপুর বোর্ডর এসএসসি (SSC) পরীক্ষা স্থগিত

    ২০২২ সালের এসএসসি (SSC) পরীক্ষা স্থগিত- দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডর এসএসসি (SSC) পরীক্ষা …