Breaking News

২০২২ সালের এসএসসি (SSC) বাংলা ২য় পত্র এর (MCQ) পরীক্ষা স্থগিত

২০২২ সালের এসএসসি (SSC) বাংলা ২য় পত্র এর (MCQ) পরীক্ষা স্থগিত

২০২২ সালের এসএসসি পরীক্ষায় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে।

উপযুক্ত বিষয়ে জানানাে যাচ্ছে যে, অনিবার্য কারণবশতঃ আগামী ১৭-০৯-২০২২ খ্রি. তারিখ শনিবার অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা স্থগিত করা হলাে। উক্ত বিষয়ের শুধুমাত্র সৃজনশীল (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে (সময় : সকাল ১১ টা থেকে দুপুর ১২:৪০ মিনিট)।

বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানাে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

বিস্তারিত দেখুন নিচেঃ

a9q-Ec9e-Tkceeo19s-F4-H1

Check Also

দিনাজপুর বোর্ডর এসএসসি (SSC) পরীক্ষা স্থগিত

    ২০২২ সালের এসএসসি (SSC) পরীক্ষা স্থগিত- দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডর এসএসসি (SSC) পরীক্ষা …