জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ ডিগ্রী ভর্তি ফলাফল ২০২২ ডিগ্রী ১ম বর্ষ ভর্তি ১ম মেধাতালিকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি পাশ কোর্সে ভর্তির ১ম মেধা তালিকা, ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকার ফলাফল ২০২১-২০২২। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী ভর্তির রেজাল্ট দেখুন এখানে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির ১ম মেধা তালিকার ফল ১৪ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশিত হবে। শিক্ষার্থীরা অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে উক্ত ফলাফল দেখতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ডিগ্রী শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ১৪ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশ করা হবে।উক্ত ফলাফল SMS এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ওয়েবসাইটে রাত ৯টা থেকে পাওয়া যাবে। কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯- ২০২০/২০২০-২০২১ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই অক্টোবর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চুড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। এখানে আপনাদের সামনে তুলে ধরব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাশ কোর্সের ভর্তির ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য।
ডিগ্রী ভর্তির ফলাফল এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (পাস) অর্থাৎ ডিগ্রি কোর্সে ভর্তি কার্যক্রমের ১ম ও ২য় মেধা তালিকার ফলাফল এমএমএস এর মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন। এসএমএসের মাধ্যমে ডিগ্রী ভর্তির মেধা তালিকা দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ
এসএমএসে ডিগ্রী ভর্তির ফলাফল দেখতে যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন NU এরপর একটি স্পেস দিয়ে ATDG আর একটি স্পেস দিয়ে ডিগ্রি ভর্তির Roll No লিখুন এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এস.এম.এস অনেক সময় ফলাফল প্রকাশে বিলম্ব হতে পারে। তাই প্রকাশিত সময়ে অনলাইন এ দেখায় ভালো।
উদাহরণ: NU ATDG 1245678 লিখে এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে
ডিগ্রী ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখঃ
ডিগ্রী ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে
• মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ: ১৪/১১/২০২২ থেকে ২৪/১১/২০২২
• প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক নির্দিষ্ট ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant থেকে Login অপশনে Degree Pass Login ক্লিক করে ভর্তি ফরম পূরণ করতে হবে।
• মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে ভৰ্তি ফরমের প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখ: ১৫/১১/২০২২ থেকে ২৭/১১/২০২২
• কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভৰ্তি নিশ্চয়নের তারিখ: ১৫/১১/২০২২ থেকে ২৮/১১/২০২২
• ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের কোর্স পরিবর্তন হবে তাদের পরিবর্তিত কোর্সের ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখ: ২৯/১১/২০২২ থেকে ০৫/১২/২০২২
উল্লেখ্য যে, কোন শিক্ষার্থীর কোর্স পরিবর্তন হলে তার পূর্বের কোর্সের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত কোর্সে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোন শিক্ষার্থীর কোর্স
পরিবর্তন না হলে তার পূর্বের কোর্সে ভর্তি বহাল থাকবে।
কোর্স পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
কোর্স পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না।
• জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ডিগ্রি ক্লাশ শুরুর তারিখঃ ৩০ নভেম্বর ২০২২
• আরো দেখুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির বিস্তারিত তথ্য
১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ
ডিগ্রী ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
• অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
• প্রাথমিক আবেদনের প্রবেশপত্র – ২ সেট।
• পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
• এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
• এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
• এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
• চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
• অনলাইনে ডিগ্রী ভর্তির চূড়ান্ত ফরম যেভাবে পূরন করবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক নির্দিষ্ট ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant থেকে Login অপশনে Degree Pass Login এ গিয়ে আপনার ভর্তি রোল ও পিন এন্ট্রি দিন। আপনার আইডির একদম নিচে admission information এর admission from এ ক্লিক করুন। একটা ফরম দেখতে পাবেন ওখানে যা যা এন্ট্রি দিতে হবে:
• religion : যারা মুসলিম তারা islam দিবেন, হিন্দু রা hinduism সিলেক্ট করবেন।
• nationality : Bangladeshi আর অন্য দেশের হইলে উল্লেখ করবেন।
• martial status : বিয়ে না হইলে unmarried দিবেন আর বিয়ে হইলে married সিলেক্ট করবেন।
• guardian name : আপনার বাবা-মা, অথবা যিনি আপনার অভিভাবক তার নাম দিবেন।
• guardian’s mobile number : আপনার বাবা-মা, অথবা যিনি আপনার অভিভাবক তার নাম্বার দিবেন।
• father/mother/guardians annual income : আপনার বাবা-মা, অথবা যিনি আপনার অভিভাবক তার বাৎরিক আয় দিবেন।
• permanent address : আপনার স্থায়ী ঠিকানা দিবেন। জেলা সিলেক্ট করবেন।
• present address : আপনার বর্তমান ঠিকানা দিবেন। জেলা সিলেক্ট করবেন।
• Do you want to change your assigned on your given preference list : আপনার প্রথম চয়েস যদি না আসে সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে yes না করলে no দিবেন। আর যদি আপনি সাবজেক্ট পরিবর্তন করতে না চান no দিবেন।