ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রথম বর্ষের (২০২০-২১) পরীক্ষার চূড়ান্ত সময়সূচী নির্ধারণ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজ সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।তিনি জানান, ডিসেম্বর মাসে যথাসময়ে নেওয়া হবে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা। আগামী ২/১ দিনের মধ্যে পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা ২০২২ প্রকাশ করা হবে।
এর আগে গত ২৫ অক্টোবর অনার্স প্রথম বর্ষের ফরম পূরণ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় নভেম্বরের ২৪ তারিখ।