৭০ হাজার শিক্ষক নিয়োগ : এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি
৭০ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে চলতি সপ্তাহে গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেতে হবে। আছে আরও কিছু আইনি জটিলতা। সেসব নিরসন করে চলতি সপ্তাহেই গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো বলে লক্ষ্য নির্ধারণ করেছি। আশা করছি জটিলতাগুলো কেটে যাবে। মন্ত্রণালয়ের অনুমতিও মিলবে।
এর আগে কর্মকর্তারা নভেম্বরে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় ও জটিলতা সৃষ্টি হওয়ায় তা হয়নি।
এনটিআরসিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ সুপারিশের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার। ওই আপিলের শুনানি চলতি সপ্তাহের শুরুতে হওয়ার কথা আছে। আপিলে রায় স্থগিত করা হলে চলতি সপ্তাহেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জানা গেছে, যাচাই বাছাই শেষে প্রায় ৭০ হাজার শিক্ষক শূন্যপদের তথ্য চূড়ান্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে কারিগরি সহায়তা দেয়া প্রতিষ্ঠান টেলিটক আবেদন গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
কর্মকর্তারা বলছেন, শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ে শূন্যপদের তথ্য ওয়েবসাইটে প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এরপর তারা আবেদনের সুযোগ পাবেন। এবার ১ হাজার টাকা ফি দিয়ে ৪০টি শিক্ষক পদে চয়েজ দিয়ে আবেদন করতে পারবেন। তবে, শিক্ষক নিয়োগের অনুসরণীয় পরিপত্রে কর্মরত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত অনুচ্ছেদটি শিক্ষা মন্ত্রণালয় স্থগিত করায় নতুন করে নিয়োগ পেতে ইনডেক্সধারী শিক্ষকরা আবেদনের সুযোগ পাবেন না।