Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল ২০২৩ প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল ২০২৩ NU Honours 2nd Year Result 2022 প্রকাশ হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের NU অনার্স ২য় বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারাদেশে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩০ হাজর ২৬৯ জন পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে অংশগ্রহণ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত ফল মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results এবং http://www.nubd.info/hons.php থেকেও অনলাইনে ফল পাওয়া যাবে।

মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU<space>H2<space> Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানিয়ে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। National University Honours 2nd Year Result 2020, NU Honours result 2022.

অনার্স ২য় বর্ষের পরীক্ষার রেজাল্ট 2022 যেভাবে জানবেন Honours 2nd year result 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার এ ফল প্রকাশ করা হয়। পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ।

সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results অথবা www.nubd.info/results) থেকে ফলাফল পাওয়া যাবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চার বছরের সমন্বিত ফলাফল ((CGPA) আগামী সপ্তাহে প্রকাশিত হবে। এই পরীক্ষায় ৭৩৩টি কলেজের ২ লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনার্স ২য় বর্ষের রেজাল্ট 2023 অনলাইনে দেখার নিয়ম
অনলাইনে ফলাফল দেখার ধাপসমূহঃ

IMG-20230605-204503

ওয়েবসাইট থেকে ফলাফল জানতে প্রথমে এখানে ক্লিক করুন
তারপর Honours অপশনে ক্লিক করবেন।
2nd Year এ যাবেন
Registration ও Roll Number বক্সে আপনার Registration ও Roll Number নির্ভুলভাবে লিখবেন
পাশের সাল লিখবেন 2021
এরপরে Code টি হুবহু নিচের বক্সে লিখবেন
সবশেষে Search লেখায় ক্লিক করবেন
নতুন উইন্ডোতে আপনার মার্কশীটসহ বিস্তারিত ফলাফল শো করবে।
ফলাফল অবশ্যই প্রিন্ট করে নিবেন পরবর্তীতে এটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে।
এখানে বুঝতে অসুবিধা নিচে ছবির মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি উনডোটা দেখতে কেমন হবে।

রেজাল্ট জানার ২য় ওয়েবসাইটঃ

অনার্স ২য় বর্ষ রেজাল্ট
অন্য আরেকটা ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যায়।

অনলাইনে ফলাফল দেখার ধাপসমূহঃ

ওয়েবসাইট থেকে ফলাফল জানতে প্রথমে এখানে ক্লিক করুন
তারপর Honours 2nd Year অপশনে ক্লিক করবেন।
Registration/Roll Number বক্সে আপনার Registration/Roll Number নির্ভুলভাবে লিখবেন
সবশেষে Search লেখায় ক্লিক করবেন
নতুন উইন্ডোতে আপনার মার্কশীটসহ বিস্তারিত ফলাফল শো করবে।
ফলাফল অবশ্যই প্রিন্ট করে নিবেন পরবর্তীতে এটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে।
এখানে বুঝতে অসুবিধা নিচে ছবির মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি উনডোটা দেখতে কেমন হবে।

সার্ভারে সমস্যা থাকলে এখান থেকে রেজাল্ট চেক করুন এখানে ক্লিক করুন

ওয়েবসাইটে ফলাফল দেখার লিঙ্কঃ http://www.nu.ac.bd/results/

অথবা এখানে ক্লিক করুন http://www.nubd.info/results/

অনার্স ২য় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ 2023 করার নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত ফলাফলে যারা আশানুরূপ ফলাফল পাননি তারা ইচ্ছে করলে ফলাফল পূণঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারেন অনলাইনে।

আবেদন করার সময়সীমাঃ অনলাইনে –/–/২০২৩ তারিখ সকাল ১০ টা থেকে –/–/২০২৩ তারিখ দুপুর ২টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদনের জন্য নির্ধারিত ফি –/–/২০২৩ তারিখ বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে।

আবেদন ফিঃ প্রতি পত্র/বিষয় ৮০০ টাকা।

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। …