Breaking News

SSC Result 2023 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি রেজাল্ট

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ মার্কশীট  জানতে আমাদের পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নাম্বার ও মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২৩ কিভাবে মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে জানবেন, এসএসসি রেজাল্ট ২০২৩ মার্কশিট অনলাইনে কিভাবে দেখবেন ও ডাউনলোড করবেন, এ সব ই জানতে পারবেন এক এক করে।

তাই তারাহুরো না করে একটু ধৈর্য ধরে সময় নিয়ে পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন। এবং পোষ্টে দেখানো নিয়ম অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনস্থ সকল শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৩ নাম্বার সহ মার্কশিট দেখুন সবার আগে।

এছাড়াও এখানে অতিরিক্ত টিপস হিসেবে আপনার জন্য থাকছে, কিভাবে এসএসসি রেজাল্ট ২০২৩ বোর্ড চ্যালেঞ্জ / খাতা চ্যালেঞ্জ এর আবেদন করেবেন। যারা দু এক সাবজেক্টে ফেল করার কারনে পূনরায় পরীক্ষা দিয়েছেন, অথবা পছন্দমত ফলাফল হয়নি বিধায় মানউন্নয়েনের জন্য পূনরায় পরীক্ষা দিয়েছেন, তারাও নিচে দেখানো নিয়ম অনুসারে SSC Result 2023 with Marksheet Number দেখতে পারবেন।

IMG-20230727-220814

তবে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৮  জুলাই  মধ্যে প্রকাশিত হয়েছে, জানিয়েছে শিক্ষাবোর্ড। SSC Exam Result 2023 Date – এস এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ মার্কশীট  জানতে আমাদের পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নাম্বার ও মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২৩ কিভাবে মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে জানবেন, এসএসসি রেজাল্ট 2023 মার্কশিট অনলাইনে কিভাবে দেখবেন ও ডাউনলোড করবেন, এ সব ই জানতে পারবেন এক এক করে।

এছাড়াও এখানে অতিরিক্ত টিপস হিসেবে আপনার জন্য থাকছে, কিভাবে এসএসসি রেজাল্ট ২০২৩ বোর্ড চ্যালেঞ্জ / খাতা চ্যালেঞ্জ এর আবেদন করেবেন। যারা দু এক সাবজেক্টে ফেল করার কারনে পূনরায় পরীক্ষা দিয়েছেন, অথবা পছন্দমত ফলাফল হয়নি বিধায় মানউন্নয়েনের জন্য পূনরায় পরীক্ষা দিয়েছেন, তারাও নিচে দেখানো নিয়ম অনুসারে SSC Result 2023 with Marksheet Number দেখতে পারবেন।

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে সাধারন ৯ টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশগ্রহন করেন ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন। এসএসসি দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল জানা যাবে নীচের নিয়মে।

পরীক্ষার নাম এসএসসি/দাখিল/ভোকেশনাল।
এসএসসি মিনিংসঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
শিক্ষাবোর্ডের নাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
শিক্ষাবোর্ড সংখ্যা ১১ টি (কারিগরি ও মাদ্রাসাবোর্ড সহ)
মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।
সাধারন বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন।
মাদ্রাসা ও কারিগরি পরীক্ষার্থীর সংখ্যা 4 লাখ 22 হাজার 157 জন।
পরীক্ষার সময়সূচি ১০টা থেকে সাড়ে ১১টা – ২টা থেকে সাড়ে ৩টা।
এসএসসি রেজাল্ট এখানে পাওয়া যাবে।
পাশের হার ৮৫% (কারিগরি ও মাদ্রাসাবোর্ড সহ)

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনস্থ সকল শিক্ষাবোর্ডের এস এস সি রেজাল্ট ২০২৩ অফিসিয়ালি রিলিজ হওয়ার পরেই অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে। সংক্ষেপে মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে এস এস সি রেজাল্ট দেখতে পারবেন। এবং অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি আমাদের এখান থেকেও এসএসসি রেজাল্ট 2023 নাম্বার সহ মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন।

নাম্বার সহ মার্কশিট ডাউনলোড নিয়ম :-

2023-ssc-noor24

এসএসসি রেজাল্ট 2023 SMS দ্বারা পাবেন কিভাবে?
বর্তমানে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহকারে সর্বমোট ১১ টি শিক্ষাবোর্ড রয়েছে। প্রত্যেকটি শিক্ষাবোর্ডের এসএসসি রেজাল্ট জানতে হলে ভিন্ন ভিন্ন নিয়মে মেসেজ পাঠাতে হবে।

আমি এখানে একটি শিক্ষাবোর্ডের নিয়ম দিয়ে দেখাচ্ছি। যদি আপনি বুঝতে না পারেন, তবে পোষ্টের শেষের দিকে থাকা শিক্ষাবোর্ডের নামের লিষ্ট থেকে ক্লিক করে আপনার শিক্ষাবোর্ডের নিয়ম জেনে নিতে পারেন।

মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে হলে, প্রথমে আপনার মোবাইলের ব্যালেন্স চেক করে নিন। আপনার মোবাইলে কমপক্ষে ৩ টাকা থাকতে হবে একটি এসএমএস পাঠানোর জন্য।সাথে এটাও চেক করে নিন, আপনার মোবাইল ফোনের মেসেজ ইনবক্সটি অপ্রয়োজনীয় এসএমএস দ্বারা ভর্তি হয়ে আছে কিনা। যদি এমনটি লক্ষ্য করে থাকেন তবেন অপ্রয়োজনীয় এসএমএস গুলো ডিলেট করে দিন।

“Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডঃ- 

SSC Vocational Result 2023 Technical Board Marksheet with Number

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড 

Dakhil Result 2023 Madrasah Board Marksheet with Number

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা 

SSC Result 2023 Dhaka Board Marksheet with Number

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম 

SSC Result 2023 Chittagong Board Marksheet with Number

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা

SSC Result 2023 Comilla Board Marksheet with Number

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী 

SSC Result 2023 Rajshahi Board Marksheet with Number

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর 

SSC Result 2023 Jessore Board Marksheet with Number

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ 

SSC Result 2023 Mymensingh Board Marksheet with Number

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল 

SSC Result 2023 Barisal Board Marksheet with Number

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর 

SSC Result 2023 Dinajpur Board Marksheet with Number

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট 

SSC Result 2023 Sylhet Board Marksheet with Number

SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ

SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম DHA অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ
SSC DHA 544535 2023 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ

Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

> এবার মোবাইলে মেসেজ থেকে Write Message/New Message সিলেক্ট করুন।

>> এখন লিখুন SSC, একটি স্পেস দিন বা এক শব্দ পরিমানে ফাকা করুন।

>> এখন আপনার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন, যেমন আপনি ঢাকা বোর্ডের হলে লিখবেন RHJ , এরপর একটি স্পেস দিন। সকল শিক্ষাবোর্ডের শর্টকোড বা নামের প্রথম তিন অক্ষর নিচে দেখুন।

>> এখন আপনার এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখুন। এবং একটি স্পেস দিন।

>> এবার আপনার এসএসসি পরীক্ষার সাল 2023 লিখুন।

>> সম্পূর্ন মেসেজটি পাঠিয়ে দিন 16222 এই নম্বরে।

উদাহরন: SSC RHJ 567896 2023 Send to 16222

Check Also

SSC Result 2023 Dhaka Board Marksheet with Number

যেভাবে অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ – এর ফলাফল বের করবেন অনলাইনে এসএসসি ও …