এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮%
২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণভবন থাকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী আংশ নিয়ে ৯৩.৫৮ শতাংশ পরীক্ষার্থী এ পরীক্ষায় পাস করে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন। তিনি সেখানে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত বিষয় তুলে ধরেন। প্রেস ব্রিফিং শেষে এ ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে দুপুর ১২ টা থেকে ফলাফল জানতে পারবেন।
ঢাকা- ৯০.১২ ℅ জিপিএ৫- জন
চট্টগ্রাম- ৯১.১২ ℅ জিপিএ৫- ১২৭৯১ জন
রাজশাহী- .৬৪ ℅ জিপিএ৫- জন
বরিশাল- ৯০.১৯ ℅ জিপিএ৫- ১০২১৯জন
সিলেট- ৯৬.৭৮% ℅ জিপিএ৫- ৪৮৩৪ জন
যশোর- ৯৩.০৯ ℅ জিপিএ৫- ৯৯৪৮ জন
দিনাজপুর- ৯৪.৮০℅ জিপিএ৫- ১৬৪৪১ জন
কুমিল্লা- ৯৬.২৭℅ জিপিএ৫- ১৪৬২৬ জন
ময়মনসিংহ- ৯৭.৫২% জিপিএ-৫ ১০০৯২
কারিগরি-৮৮.৪৯%
মাদ্রাসা- ৯৩.২২%করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় ৯ মাস পর ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এবার সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে