Breaking News

নাম্বারসহ এইচএসসি মার্কশিট ২০২২

এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশের  আজ সকাল ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরের মধ্যে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ১২টার পর থেকে রেজাল্ট জানা যাবে।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত বছরের (২০২২) ৬ নভেম্বর সারা দেশে অনেকটা স্বাভাবিক পরিবেশে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি।

পরীক্ষা : এইচএসসি ও সমমান ২০২২
ফলাফলের তারিখ : ৮ ফেব্রুয়ারি ২০২৩
পরীক্ষার্থী সংখ্যা : ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন

শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট : http://www.educationboardresults.gov.bd
HSC result 2022 date এইচএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে / hsc result 2022 published date আন্তঃশিক্ষা সমন্বয়ক সাব কমিটির সভাপতি জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তাই, ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষার ফল প্রকাশে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাই। সেটি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি ৮ ফেব্রুয়ারি নির্বাচন করে গত বৃহস্পতিাবর শিক্ষা মন্ত্রণালয়ে সম্মতির বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করায় আগামী ৮ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

২০২১ সালে এইচএসসিতে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ২০২২ সালে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ২০২২ সালে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান কমলেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে ২৮টি হয়। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রায় ২ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় কম অংশ নিয়েছে।

এর কারণ হিসেবে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে ক্লাসের পাঠদান বন্ধ থাকায় পেছনের কয়েকটি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয়েছে। সে কারণে পাসের হার বেড়ে যায় বলে অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।১১টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী।

প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। এ বছর করোনার ও বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানো হয়। তবে এ বছর ২০২৩ সালের এসএসসি পরীক্ষা হবে পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলের শেষ সপ্তাহে, আর এইচএসসি হবে জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে / এইচএসসি রেজাল্ট ২০২২
এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) ও এসএমএস-এর মাধ্যমে।এইচএসসি / ভোকেশনাল / আলিম / বিএম রেজাল্ট দেখার নিয়ম

প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।

নাম্বারসহ এইচএসসি মার্কশিট ২০২২
নাম্বারসহ এইচএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : http://www.educationboardresults.gov.bd

সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এড্রেস
Dhaka Board : https://dhakaeducationboard.gov.bd

Comilla Board : https://comillaboard.portal.gov.bd

Barisal Board : https://barisalboard.portal.gov.bd

Sylhet Board : https://sylhetboard.gov.bd

Chittagong Board : https://web.bise-ctg.gov.bd/bisectg

Jessore Board : https://www.jessoreboard.gov.bd

Rajshahi Board : http://www.rajshahieducationboard.gov.bd

Dinajpur Board : http://dinajpureducationboard.gov.bd

Madrasa Board : http://www.bmeb.gov.bd

Bangladesh technical education board (BTEB) : http://www.bteb.gov.bd

All education board website address list:-

শিক্ষা বোর্ডের জন্য কি-ওয়ার্ড সমূহ:
ঢাকা – Dha
বরিশাল – Bar
চট্টগ্রাম – Chi
কুমিল্লা – Com
যশোর – Jes
রাজশাহী – Raj
সিলেট – Syl
দিনাজপুর – Din
ময়মনসিংহ – Mym
মাদরাসা – Mad
টেকনিক্যাল – Tec

এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য
এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য
মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট ২০২২

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

কারিগরি বোর্ডের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স রেজাল্ট ২০২১
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

এসএমএস (sms) এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট বের করার নিয়ম:-

রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে  [ HSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Year টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।

মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : HSC DHA 123456 2022

এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।

উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য: HSC<space>dha<space>Roll<space>2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এইচএসসি রেজাল্ট SMS ফরমেট> সাধারণ শিক্ষা বোর্ড:
HSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA  123456 2022 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
> মাদ্রাসা বোর্ড:
HSC<>MAD<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
> টেকনিক্যাল বোর্ড:
HSC<>TEC<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে

Check Also

বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ মার্কশিট ডাউনলোড | এইচএসসি রেজাল্ট বরিশাল বোর্ড ২০২৩

বরিশাল শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট ২০২২ নম্বরসহ মার্কশীট ডাউনলোড করুনঃ বরিশাল মাধ্যমিক ও …