বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মেধাবৃত্তি প্রোগ্রামের আওতায় ইউজিসি মেধাবৃত্তি ২০২২’ এর জন্য মেধাবী ছাত্র/ছাত্রীদের মনোনয়ন প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মেধাবৃত্তি প্রোগ্রামের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অনুষদ থেকে একজন করে মেধাবী ছাত্র/ছাত্রীদের ‘ইউজিসি মেধাবৃত্তি 2022′ এর জন্য মনোনয়ন প্রদানের আহ্বান করা যাচ্ছে।এমতাবস্থায় ‘ইউজিসি মেধাবৃত্তি ২০২২’ এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহের মেধাবী ছাত্র/ছাত্রীদের সংযুক্ত ইউজিসি মেধাবৃত্তি সংক্রান্ত নিয়মাবলী মোতাবেক মনোনয়ন ফরম পূরণপূর্বক আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।