Breaking News

Comilla Board HSC Result: কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২

Comilla Board HSC Exam Result 2022 with Number Sheet: ২০২২ সালের কুমিল্লা  শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানুন নাম্বার শিট সহ।

কুমিল্লা বোর্ড সহ সকল বোর্ডের উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার রেজাল্ট ৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে।

রেজাল্ট প্রকাশের দিনে মাননীয় প্রধানমন্ত্রীর সকাল ১০ ঘটিকায় রেজাল্ট উদ্বোধনের পর থেকে অনলাইন ও মোবাইল এসএমএস-এ রেজাল্ট পাওয়া যাবে।

উল্লেখ্য, এবারের কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ২৯ হাজার ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ৬১১ জন, মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।

নিচের অনুচ্ছেদে কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট, সহজে সবার আগে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Comilla Board HSC Exam Result 2022 with Number Sheet: এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২
২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে রেজাল্ট প্রকাশের প্রক্রিয়া।

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ থেকে অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণের জন্য প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, অনেক দেরিতে এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুধু তাই নয়, পরীক্ষার বিষয়, সময় ও প্রশ্নপত্রের পূর্ণমান কমিয়ে এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হচ্ছে। কুমিল্লা বোর্ড সহ সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট ৮ ফেব্রুয়ারি বুধবার প্রকাশ করা হবে।

IMG-20230208-001308

কুমিল্লা বোর্ড সহ দেশের সকল বোর্ডের এইচএসসি রেজাল্ট প্রকাশের সাথে-সাথে মোবাইল এসএমএস, অনলাইন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রেজাল্ট পাওয়া যাবে।

এই প্রতিবেদনে কুমিল্লা বোর্ড সহ দেশের সকল বোর্ডের রেজাল্ট জানার সহজ কিছু উপায় নিয়ে আলোচনা করা হবে।

এইচএসসি/সমমান রেজাল্ট প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট জানাতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২: এসএমএস (SMS) এর মাধ্যমে ফলাফল জানার পদ্ধতি
কুমিল্লা শিক্ষা বোর্ড সহ দেশের সকল সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার রেজাল্ট জানা যাবে।

মোবাইল এসএমএস এর মাধ্যমে এসএসসি/দাখিল সমমানের রেজাল্ট জানতে, প্রথমত আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে। এরপর-

প্রথমত, লিখতে হবে ইংরেজীতে পরীক্ষার নাম। যেমন- HSC। মাদ্রাসার বোর্ডের আলিম হলে লিখতে হবে Alim। এরপর একটি স্পেস দিতে হবে।

IMG-20230208-002822

দ্বিতীয়ত, শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে লিখতে হবে। যেমন- রাজশাহী বোর্ড হলে COM। আর অন্য বোর্ড হলে সে বোর্ড নামের প্রথম তিন অক্ষর। এরপর একটি স্পেস দিন।

তৃতীয়ত, ইংরেজী সংখ্যায় পরীক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে। যেমন- যেমন-251245, তারপর স্পেস দিন।

চতুর্থত, লিখতে হবে ইংরেজী সংখ্যায় পরীক্ষার বছর। যেমন-2022।

সবশেষে, যে কোন মোবাইল অপারেটর থেকে 16222 নম্বরে পাঠিয়ে দিন।

নিচের কুমিল্লা বোর্ডের এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট জানার নমুনা মেসেজ দেখুন।

HSC<স্পেস>COM <স্পেস>321245<স্পেস>2022 Send to 16222

ALIM<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2022 Send to 16222

বিঃ দ্রঃ– অন্য বোর্ডের এইচএসসি রেজাল্ট জানতে বোর্ডের নামের তিন অক্ষর পরিবর্তন করতে হবে। আর রোল নম্বরের জায়গায় পরীক্ষার্থীর নিজ-নিজ রোল নম্বর লিখতে হবে।

Comilla Board HSC Result 2022 with Number Sheet: এইচএসসি রেজাল্ট (নাম্বার সহ) দেখার নিয়ম
মোবাইল এসএমএস-এর পাশাপাশি অনলাইনে রেজাল্ট খুব সহজে জানা যাবে। বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার রেজাল্ট এডুকেশন বোর্ড বাংলাদেশ নামের সাইট থেকে সহজে জানা যাবে।

এছাড়া WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS থেকে পরীক্ষার্থীর সকল বিষয়ের রেজাল্ট নাম্বার সহ দেখা যাবে।

অনলাইনে কুমিল্লা বোর্ডের এইচএসসি রেজাল্ট জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

Comilla Board HSC Exam Result 2022 By www.educationboardresults.gov.bd
কুমিল্লা বোর্ডের এইচএসসি রেজাল্ট জানা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে।

২০২২ সালের এইচএসসি সমমান রেজাল্ট পেতে, উপরের ঠিকানাটি সঠিকভাবে ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখুন। এবার ব্রাউজ করুন।নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হবে। এখানে প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করে ও লিখে সবশেষে Submit বাটনে ক্লিক করলে পরীক্ষার্থীর রেজাল্ট পাওয়া যাবে।

Year:এখানে পরীক্ষার বছর নির্ধারণ করতে হবে। যেমন- 2022।

Board: এবার পরীক্ষার্থীর নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করুন। যেমন-Comilla।

Roll: এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।

Reg: No: পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় এখানে লিখতে হবে।

Check Also

বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ মার্কশিট ডাউনলোড | এইচএসসি রেজাল্ট বরিশাল বোর্ড ২০২৩

বরিশাল শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট ২০২২ নম্বরসহ মার্কশীট ডাউনলোড করুনঃ বরিশাল মাধ্যমিক ও …