Breaking News

HSC ফলাফল 2022-2023 যশোর শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট ২০২২-২০২৩

এইচ এস সি রেজাল্ট ২০২৩ যশোর শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২২-২০২৩ নম্বর সহ মার্কশিট ডাউনলোড করার সকল নিয়ম নিচে দেয়া হল। এইচএসসি রেজাল্ট ২০২২-২০২৩ যশোর শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করা হলো। নিচের নিয়মে যশোর বোর্ডের এইচএসসি রেজাল্ট 2022-2023 ডাউনলোড করতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন।

স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা এইচ এস সি পরীক্ষা শেষে রেজাল্ট নিয়ে খুবই চিন্তিত থাকেন। অনেক আশা আর স্বপ্ন লালন পালন সহকারে দীর্ঘ প্রতিক্ষা শেষে যখন এইচএসসি ফলাফল প্রকাশের দিন উপস্থিত হয়, তখন শিক্ষার্থীরা আরেকটি বড় সমস্যার সম্মুখীন হতে হয়। কারন প্রতি বছরই এইচ এস সি রেজাল্ট প্রকাশের দিন, শিক্ষার্থীরা তাদের ফলাফল সংগ্রহ করার জন্য ‘বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এ www.educationboardresults.gov.bd ওয়েবসাইট টি ব্রাউজ করে থাকেন।

সকল ফলাফল প্রত্যাশিগন একত্রে উক্ত সাইটটি ব্রাউজ করার কারনে অতিরিক্ত ভিজিটর আর লোডিং এর চাপে সাইট টি সাময়িকভাবে ড্যামেজ হয়ে বন্ধ হয়ে যায়। ফলে দেখা যায় যে অনেকেই যথাসময়ে তাদের কাঙ্খিত এইচএসসি ফলাফল না পেয়ে হতাশা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। অথচ শিক্ষা বোর্ডের এ www.educationboardresults.gov.bd ওয়েবসাইট টি ছাড়াও আরো কয়েকটি ওয়েবসাইট আছে, যেখান থেকে আপনি যশোর শিক্ষা বোর্ডের এইচ এস সি রেজাল্ট ২০২২ নম্বর সহ মার্কশিট ডাউনলোড করতে পারবেন। সুতারং শিক্ষার্থীদের সুবিধার্থে আজ আমি, এখানে যশোর শিক্ষাবোর্ডের এইচ এস সি রেজাল্ট 2022 মার্কশিট ডাউনলোডের বিকল্প পদ্ধতি নিচে তুলে ধরলাম।

আপনি যদি সবার আগে সবচেয়ে দ্রুত এবং খুব সহজেই যশোর শিক্ষা বোর্ডের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে চান তাহলে পুরো পোস্ট টি ধৈর্য্য সহকারে পড়ুন এবং উল্লেখিত নিয়মে খুব সহজেই আপনার কাঙ্খিত রেজাল্ট সংগ্রহ করুন।
যশোর শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট ২০২২
যশোর শিক্ষা বোর্ডের এইচ এস সি রেজাল্ট দেখার নিয়মঃ (সার্ভার ০১ – প্রথম পদ্ধতি) আপনার এইচ এস সি পরীক্ষার রোল এবং রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে এখান থেকেই সংগ্রহ করুন যশোর শিক্ষা বোর্ডের ২০২২ সালের এইচ এস সি পরীক্ষার রেজল্ট।

➜ নিচের বক্সে সর্বপ্রথম Examination অপশনের সামনে থাকা Select One থেকে HSC/Alim সিলেক্ট করুন।

➜ তারপর Year অপশনের সামনে থাকা Select One থেকে আপনার এইচ এস সি সমমান পরীক্ষার সাল সিলেক্ট করুন।

➜ তারপর Board অপশনের সামনে থাকা Select One থেকে আপনার Jessore শিক্ষা বোর্ড সিলেক্ট করুন।

➜ তারপর Roll অপশনের সামনে থাকা খালি বক্সে আপনার এইচ এস সি পরীক্ষার রোল নাম্বার টি লিখুন।

➜ তারপর Reg: No অপশনের সামনে থাকা খালি বক্সে আপনার এইচ এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন নাম্বার টি লিখুন।

➜ তারপর 6+2= এরকম একটি অপশন দেখতে পাবেন, আপনি সেখানের ফাকা বক্সে উক্ত সংখ্যার যোগ ফলটি বসিয়ে দিন।

➜ সর্বশেষ নিচের ডান কোনের “Submit” বাটনে ক্লিক করে সাবমিট করুন এবং কিছুক্ষন ওয়েট করে আপনার কাঙ্খিত ফলাফল দেখুন প্রয়োজনে সেভ অথবা প্রিন্ট করুন।

IMG-20230208-002822

যশোর শিক্ষা বোর্ড এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২২
যশোর শিক্ষা বোর্ডের এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মঃ (সার্ভার ০২ – দ্বিতীয় পদ্ধতি) অনলাইন থেকে রোল এবং রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে যশোর বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২২ নম্বর সহ মার্কশিট জানতে পারবেন, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল পাবলিশ করার অন্যতম বড় ওয়েব পোর্টাল eboardresults.com থেকে।

এই ওয়েবসাইটটি থেকে ফলাফল জানার অন্যতম সবচেয়ে বড় সুবিধা হল আপনি 2022 সালের এইচ এস সি এবং সমমান পরীক্ষায় কোন বিষয়ে কোন গ্রেড এবং প্রতি বিষয়ে কত নাম্বার পেয়েছেন সব কিছু বিস্তারিত সহকারে জানতে পারবেন।

Eboardresults.com থেকে Roll এবং Reg: Number দিয়ে যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২২ ডাউনলোড করতে চাইলে সর্বপ্রথম “নিচের লিংকে ক্লিক করুন। তারপর নতুন একটি ট্যাব নিয়ে যে পেজটি ওপেন হবে , সেখান থেকে নিচের টিউটোরিয়াল অনুসারে ফলাফল দেখুন।

➜ প্রথমে আপনি Examination অপশনের সামনে Choose One থেকে HSC/Alim/Equivalent সিলেক্ট করুন।

➜ তারপর Year অপশনের সামনে Choose One থেকে আপনার এইচ এস সি পরীক্ষার সাল সিলেক্ট করুন।

➜ তারপর Board অপশনের সামনে থাকা Choose One থেকে আপনার Jessore শিক্ষা বোর্ড সিলেক্ট করুন।

➜ তারপর Result Type অপশনের সামনে থাকা Choose One থেকে Individual Result সিলেক্ট করুন।

➜ তারপর Roll অপশনের সামনে থাকা খালি বক্সে আপনার এইচ এস সি পরীক্ষার রোল নাম্বার টি লিখুন।

➜ তারপর Registration (Optional) অপশনের সামনে থাকা খালি বক্সে আপনার এইচ এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন নাম্বার টি লিখুন।

➜ তারপর Security Key অপশনের সামনে থাকা বাকানো শব্দগুলি ডান পাশের খালি বক্সে লিখুন।

➜ সর্বশেষ একদম নিচে মাঝ বরাবর সবুজ বাটনে ঘেরা “Get Result” এ ক্লিক করুন এবং কিছুক্ষন ওয়েট করে আপনার কাঙ্খিত ফলাফল দেখুন প্রয়োজনে সেভ অথবা প্রিন্ট করুন।

এইচএসসি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে দেখুন
উlদাহরণ: HSC<space>JES<space>Roll<space>2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এইচএসসি রেজাল্ট SMS ফরমেট> সাধারণ শিক্ষা বোর্ড:
HSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণ: HSC JES  123456 2022 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে

Check Also

বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ মার্কশিট ডাউনলোড | এইচএসসি রেজাল্ট বরিশাল বোর্ড ২০২৩

বরিশাল শিক্ষা বোর্ড এইচ এস সি রেজাল্ট ২০২২ নম্বরসহ মার্কশীট ডাউনলোড করুনঃ বরিশাল মাধ্যমিক ও …