Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং ও মডেল কলেজের নাম ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং ও মডেল কলেজের নাম ২০২২

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ও মডেল কলেজের নাম List of All Honors Colleges of National University 2022। কলেজ র‌্যাংকিং এর ফল ঘোষণা ও মডেল কলেজের নাম প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং ও মডেল কলেজের নাম সর্বশেষ ঘোষণা অনুযায়ী। NU College Ranking Result 2022জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং ও মডেল কলেজের নাম-২০১৮ এর ফলাফল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ সমুহকে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এন এউ কলেজ র‌্যাংকিং- ২০১৮ এর ফল ঘোষণা ও মডেল কলেজের নাম প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়র মাননীয় উপাচার্য মহোদয়। National University College Ranking and Model College. Notification regarding announcement of results of college ranking and disclosure of name of model college. According to the latest announcement of the National University College Ranking and Model College.জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তালিকায় দেশের শীর্ষ ৫ কলেজের নাম উঠে এসেছে। এবারও তালিকায় রাজশাহী কলেজ (৭২.৯৬ পয়েন্ট) রয়েছে প্রথম স্থানে। ৬ সেপ্টেম্বর ২০২২ (মঙ্গলবার) দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসি সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ তথ্য জানায়।সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘এন.ইউ কলেজ র‌্যাংকিং-২০১৮’-এর ফলাফল ঘোষণা করা হয়। একই সঙ্গে মডেল কলেজের নামও প্রকাশ করা হয়। এর আগে ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালের র‌্যাংকিংয়েও রাজশাহী কলেজ ছিল প্রথম স্থানে।

‘এন.ইউ কলেজ র‌্যাংকিং-২০১৮’-এ দ্বিতীয় স্থানে রয়েছে বরিশালের বিএম কলেজ (৬৬.১৫ পয়েন্ট), তৃতীয় অবস্থানে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ (৬৬.১১ পয়েন্ট), চতুর্থ পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ (৬৫.৯৬ পয়েন্ট) এবং পঞ্চম অবস্থানে রয়েছে রংপুর কারমাইকেল কলেজ (৬৫.৭৯ পয়েন্ট)।

এছাড়া দেশের সব সরকারি কলেজের মধ্যে সেরা অবস্থানে রয়েছে রাজশাহী কলেজ (৭২.৯৬ পয়েন্ট); সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ (পয়েন্ট ৬১.৮৪) এবং সেরা মহিলা কলেজ ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ (৫৯.১০ পয়েন্ট)। Nu Top College List, Nu Best College List are now Available On Our Educations in BD Website, NU Best Private College List Ranking List
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং এর ফল ও মডেল কলেজের নাম ২০২২

 

IMG-20220906-203934

 

 

IMG-20220906-203252

 

IMG-20220906-203305

 

IMG-20220906-203317

 

IMG-20220906-203330

 

IMG-20220906-203340

 

IMG-20220906-203348

IMG-20220906-203357

IMG-20220906-203406

 

 

 

IMG-20220906-203414

 

IMG-20220906-203424

IMG-20220906-203434

 

 

 

IMG-20220906-203444

এ সংখ্যা বৃদ্ধি হবে। মডেল কলেজ হিসেবে নির্বাচিত কলেজগুলোকে বিভিন্ন প্রণোদনা দেয়া হবে বিশ্ববিদ্যালয় থেকে। প্রণোদনার মধ্যে রয়েছে, প্রতি বিষয়ে শ্রেষ্ঠ ফল অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান (২য় বর্ষ থেকে ৪র্থ বর্ষ),তথ্য-প্রযুক্তিগত উন্নয়নে কলেজকে আর্থিক সহায়তা, গ্রন্থাগারের জন্য মানসম্পন্ন পাঠ্যপুস্তক সরবরাহ ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ সরবরাহ,শিক্ষক প্রশিক্ষণে অগ্রাধিকার, সায়েন্স ল্যাব উন্নয়নে আর্থিক সহায়তা, বিষয় অধিভুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার এবং সার্টিফিকেশন অব অ্যাওয়ার্ড দেয়া হবে।

উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, কলেজ শিক্ষার গুণগতমান বৃদ্ধি, শিক্ষার সার্বিক উন্নয়ন ও স্ব স্ব কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণের লক্ষ্যে প্রথমবারের মতো ‘মডেল কলেজ’ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এটি অবকাঠামো ও অন্যান্য দিক দিয়ে পিছিয়ে থাকা বেসরকারি কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মোট ৮৯টি বেসরকারি কলেজ অনলাইনে আবেদন করে। আবেদন থেকে স্কোরের ভিত্তিতে ২০টি বেসরকারি কলেজকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এসব কলেজকে মডেল কলেজ নীতিমালার স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী টার্গেট পূরণ করার জন্য সুযোগ দেয়া হয়। কলেজ কর্তৃক অনলাইনে প্রদত্ত তথ্যাবলি যাচাই-বাছাই, স্বল্প মেয়াদী শর্তপূরণ এবং সরেজমিনে পরিদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে পরিদর্শন টিম পাঠানো হয়। পরিদর্শকদের প্রতিবেদনের ভিত্তিতে এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫টি কলেজকে প্রাক-মডেল কলেজের তালিকাভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, অধ্যাপক ড. মো. মশিউর রহমান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকপূর্বক শিক্ষা বিষয়ক স্কুল দপ্তরের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দীন, ডিন প্রফেসর ড. মো আনোয়ার হোসেন – পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালক, জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তর এবং পরিচালক তথ্য ও প্রযুক্তি আইসিটি দপ্তর ও অন্যান্য কর্মকর্তারা৷

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। …